ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড দল এখন ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ইংল্যান্ড দল এখন ঢাকায়

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দল এখন ঢাকায়। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে এসেছে দলটি।

শুক্রবার সকালে ৭টায় এক বহর ও ৮টা ১০ এ আরেক বহর ঢাকায় আসে।  

অবশ্য ৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে কয়েক দফায় আসবেন আরও বেশ কিছু ক্রিকেটার। ১ মার্চ প্রথম ওয়ানডের মধ্য দিয়েই শুরু হয়ে যাবে সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে দুপুর ১২টায়। সবগুলোই একই সময়ে।

টি-টোয়েন্টি ম্যাচ শুরু বেলা তিনটায়। ১ ও ৩ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে হবে। তারপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ মার্চ তৃতীয় ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টি ৯ মার্চ। এরপর আবার মিরপুরে ফিরে ১২ ও ১৪ মার্চ হবে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ। শেষ টি-টোয়েন্টির পরদিন দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে ইংলিশদের।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।