ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন ঘণ্টার ব্যাটিং সেশন করেছেন সাকিব, লম্বা সেশন আগামী দুইদিন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
তিন ঘণ্টার ব্যাটিং সেশন করেছেন সাকিব, লম্বা সেশন আগামী দুইদিন

উইলিয়ামসের বলটা ছিল অফ স্টাম্পের বাইরে। ড্রাইভ মতো করতে গিয়ে সাকিব আল হাসান ক্যাচ দিলেন উইকেটের পেছনে।

এরপর ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করতে করতেও করেননি। হতাশা ও ক্ষোভ নিয়ে ফিরে যান সাজঘরে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচেও বাংলাদেশ হারে বড় ব্যবধানে। এরপর দিন দলের পথ ছিল মুম্বাই থেকে কলকাতা। সাকিব বেছে নেন ভিন্ন পথ। দলের সঙ্গে না এসে তিনি ফেরেন বাংলাদেশে।

মুম্বাই থেকে মিরপুরে গিয়ে অনুশীলন করেছেন বিকেএসপিতে থাকাকালীন তার কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে। বুধবার ইনডোরের ভেতরে প্রায় তিন ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। এদিন বল হাতে নেননি তিনি।

সাদা টি-শার্ট পরে এরপর কালো গাড়িতে করে মাঠ ছাড়েন তিনি। জানা গেছে, আগামী দুদিনও মিরপুরে লম্বা অনুশীলন সেশন রয়েছে সাকিবের। সেখানে তিনি কাজ করতে পারেন ব্যাটিং-বোলিং দুটি নিয়ে।

অনুশীলনে কী নিয়ে কাজ হয়েছে জানতে চাইলে বিস্তারিত বলতে চাননি নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলছেন, ‘অনুশীলন আর প্রয়োগ তো আলাদা জিনিস। দেখা যাক বাকিটা। ’

এবারের বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে স্রেফ ৫৬ রান করেছেন সাকিব। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে তিনি নিয়েছেন ৬ উইকেট। দলের অবস্থাও খুব একটা ভালো নয়। হেরেছে পাঁচ ম্যাচের চারটিতে, এর মধ্যে চোটের কারণে ভারতের বিপক্ষে খেলেননি সাকিব।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।