ভারতের ক্রিকেট অঙ্গনে চমক তৈরি হয়েছে সাবেক দিল্লি ব্যাটার ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ব্যাটিং পরামর্শদাতা মিঠুন মানহাসকে নিয়ে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে, বিসিসিআই–এর পরবর্তী সভাপতির দৌড়ে এগিয়ে রয়েছেন এই জম্মু-কাশ্মীরের এই সাবেক আইপিএল তারকা।
সৌরভ গাঙ্গুলি, হরভজন সিংয়ের মতো নামও আলোচনায় থাকলেও জম্মু-কাশ্মীরের এই সাবেক তারকাকেই সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। বিসিসিআই’র সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ ২১ সেপ্টেম্বর) আর নির্বাচন হবে ২৮ সেপ্টেম্বর।
কে এই মিঠুন মানহাস?
৪৫ বছর বয়সী মিঠুন মানহাস ভারতের ক্রিকেট ইতিহাসের ‘দুর্ভাগা’ প্রতিভাদের একজন। ১৯৯৭/৯৮ মৌসুমে দিল্লির হয়ে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় তার। তবে সেই সময় দলে শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষণ, রাহুল দ্রাবিড়দের মতো তারকার ভিড়ে জাতীয় দলে জায়গা পাননি তিনি। তবুও ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে।
দিল্লির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। তরুণ বয়সে বিরাট কোহলি খেলেছিলেন তার নেতৃত্বে। ২০০৭-০৮ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে ৯২১ রান করেছিলেন মানহাস, গড় ছিল ৫৭.৫৬। সেই মৌসুমেই দিল্লি চ্যাম্পিয়ন হয়।
২০১৫ সালে নিজের জন্মস্থান জম্মু-কাশ্মীরে খেলতে যান তিনি। ক্যারিয়ারে ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৯৭১৪ রান করেন, যেখানে রয়েছে ২৭টি সেঞ্চুরি। এছাড়া ১৩০টি লিস্ট-এ ম্যাচে ৪১২৬ রান ও ৯১টি টি-টোয়েন্টিতে ১১৭০ রান করেছেন এই ডানহাতি ব্যাটার।
অনেকেই হয়তো জানেন না, ২০১৭ সালের অক্টোবরে, মানহাস বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে যোগ দেন। তিনি ২০১৯ সাল পর্যন্ত টাইগার যুবাদের ব্যাটিং পরামর্শদাতা ছিলেন। তারও আগে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট আবাহনী ও মোহামেডানের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।
আইপিএল যাত্রা
২০০৮ সালে প্রথম আইপিএলেই দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস) দলে জায়গা পান মানহাস। ২০১০ পর্যন্ত খেলেন সেখানেই। এরপর খেলেছেন পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার হয়ে এবং ২০১৪ সালে যোগ দেন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসে।
আইপিএলে ৫৫ ম্যাচ খেলে মোট ৫১৪ রান করেন তিনি, গড় ছিল ২২.৩৪।
কোচিং ক্যারিয়ার
খেলা ছাড়ার পর কোচিংয়েও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মানহাস। ২০১৭ সালে পাঞ্জাব কিংস–এর সহকারী কোচ হিসেবে দায়িত্ব পান। পরে যোগ দেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে। সেখানে দুই বছর থাকার পর আবার আইপিএলে ফেরেন। কাজ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সহকারী কোচ হিসেবে। বর্তমানে তিনি ২০২২ সালের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স–এর সহকারী কোচ।
এমএইচএম