ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

টস জিতে বোলিংয়ে চেন্নাই, একাদশে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, এপ্রিল ৮, ২০২৪
টস জিতে বোলিংয়ে চেন্নাই, একাদশে মোস্তাফিজ

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা সংক্রান্ত কাজে আইপিএলের মাঝপথে দেশে ফিরেছিলেন মোস্তাফিজুর রহমান। যে কারণে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ছিলেন না তিনি।

ব্যস্ততা শেষে অবশ্য আইপিএল খেলতে ফের ভারতে গেছেন মোস্তাফিজ। আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের বাঁহাতি এই পেসারকে একাদশেও রেখেছে চেন্নাই সুপার কিংস।

আইপিএলে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চারে আছেন তিনি। আজ দুটি উইকেট নিলেই চলে যাবেন শীর্ষে।

মোস্তাফিজের দল চেন্নাই অবশ্য আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামবে। প্রথম দুই ম্যাচে জয়ের পর পরের দুই ম্যাচে হারের মুখ দেখে বর্তমান চ্যাম্পিয়ন। ঘরের মাঠে তাই আবারও জয়ে ফিরতে চায় তারা।

চেন্নাই একাদশ: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, সামির রিজভী, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, শার্দূল ঠাকুর, মোস্তাফিজুর রহমান, তুষার দেশপান্ডে, মাহিশ থিকশানা।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।