ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাওয়ার প্লেতে ঝড়ো শুরু অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, জুন ২১, ২০২৪
পাওয়ার প্লেতে ঝড়ো শুরু অস্ট্রেলিয়ার

বাংলাদেশের রানটা কম হয়েছিল এমনিতেই। এরপর বাংলাদেশকে শুরুতেই নিতে হতো উইকেট।

কিন্তু সেটি পারলো না তারা।  

শুক্রবার অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করে বাংলাদেশ। পরে রান তাড়ায় নেমে পাওয়ার প্লের ছয় ওভারে ৫৯ রান করে অস্ট্রেলিয়া।  

রান তাড়ায় নামা অস্ট্রেলিয়ার সামনে প্রথম ওভার করতে এসে ৫ রান দেন মাহেদী হাসান। দ্বিতীয় ওভারের প্রথম বলে সুযোগ পেয়ে যায় বাংলাদেশ। কিন্তু তানজিমের বল পয়েন্টে দাঁড়িয়ে নিতে পারেননি তাওহীদ হৃদয়। এরপর ঝড়ের শুরু অস্ট্রেলিয়ার দুই ওপেনারের।  

চতুর্থ ওভারে তাসকিন ১৫ ও পরের ওভারে মোস্তাফিজ দেন ১৪ রান। মাহেদীর করা পাওয়ার প্লের শেষ ওভারে ১০ রান দেন তানজিম। ডেভিড ওয়ার্নার ১৭ বলে ২৮ ও ট্রাভিস হেড ১৯ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন।  

বাংলাদেশ সময় : ০৯২৩ ঘণ্টা, ২১ জুন, ২০২৪
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।