ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের সেরাটা এখনো বাকি: ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
প্রোটিয়াদের সেরাটা এখনো বাকি: ডি ভিলিয়ার্স

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। তবুও আজ ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেই আসর থেকে ছিটকে পড়ত তারা।

চোকার্স তকমাটি ফুটে উঠত আবারও। কিন্তু তা হয়নি!

স্নায়ুর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ডিএলএস মেথডে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আসরজুড়ে অপ্রতিরোধ্য থাকলেও তাদের সেরাটা এখনো বাকি আছে বলে মনে করেন সাবেক প্রোটিয়া ব্যাটার এবি ডি ভিলিয়ার্স।

সেমিফাইনালে ওঠার পর ভিলিয়ার্স এক্সে লিখেন, 'টানা সাত জয় নিয়ে সেমিফাইনালে। ভালো খেলেছ বন্ধুরা। তাদের সেরা ক্রিকেটটা এখনো বাকি বলে মনে করি। সেই রূপে এখনো দেখা যায়নি। সেরা ক্রিকেট না খেলেও সেমিতে উঠতে পেরে ভালো লাগছে। মনে হচ্ছে তারা খুব কাছাকাছিই (সেরাটা খেলার) আছে। '

টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে এখন পর্যন্ত বৈশ্বিক আসরে কোনো শিরোপা জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। অনেকবারই ফিরতে হয়েছে কাছ থেকে। সেই আক্ষেপ এবার তারা ঘোচাতে পারবে কি না, তা সময়ই বলে দেবে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
এএইচএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।