ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্টোকসের বাসায় চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
স্টোকসের বাসায় চুরি

বাসা থাকে চুরি হওয়া ‘অমূল্য’ জিনিসগুলো ফেরত দেওয়ার অনুরোধ করেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। গত ১৭ অক্টোবর তার বাসায় চুরির ঘটনা ঘটে।

যদিও সে সময় পাকিস্তান সফরে ব্যস্ত ছিলেন তিনি। তবে বাসায় ছিলেন তার স্ত্রী ক্লেইর, দুই সন্তান লেটন ও লিবি।  

স্টোকস জানান, শারীরিকভাবে তার পরিবারকে কোনো আঘাত করা হয়নি। তবে মানসিকভাবে বিধ্বস্ত তারা।  

মুখোশধারী একটি গ্যাং স্টোকসের অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) পদক, ইংল্যান্ড ক্রিকেটের আংটি এবং সিংহের মাথার ডিজাইনে বানানো একটি নেকলেস, বেশ ডিজাইনার ব্যাগ ও জুয়েলারি নিয়ে যায়।  

ইনস্টাগ্রামে এক বিবৃতিতে স্টোকস বলেন, ‘সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, ঘটনাটি ঘটেছে তখন, যখন আমার স্ত্রী ও ছোট দুটি বাচ্চা বাসায় ছিল। আমার পরিবারের কেউ শারীরিকভাবে আঘাত পায়নি, এটাই স্বস্তি। তবে স্বাভাবিকভাবেই এই ঘটনা তাদের অনুভূতি ও মানসিকভাবে আঘাত করেছে। আমরা এখন ভাবছি, পরিস্থিতি কতটা খারাপ হতে পারত। ’

‘চুরি হয়ে যাওয়া জিনিসপত্রের ছবি প্রকাশ করছি। আশা করছি, এগুলো হয়তো সহজে চেনা যাবে। এর মাধ্যমে যারা এই ঘটনায় জড়িত, তাদের আমরা খুঁজে বের করতে পারব। যদিও আমরা অনেক কাছের সম্পত্তি হারিয়েছি, এসব জিনিস উদ্ধারের জন্য এই ছবিগুলো প্রকাশ করা হয়নি। আমার উদ্দেশ্য যিনি এই কাজ করেছেন, তাকে খুঁজে বের করা। ’

পাকিস্তানে সফরে প্রথম টেস্ট জিতলেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে ইংল্যান্ড। সেই সিরিজে পারফর্ম না করায় তোপের মুখে আছেন স্টোকস।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।