এশিয়া কাপে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। এই ম্যাচে জয় পেলে টাইগাররা চলে যেতে পারে সুপার ফোরে, হার মানেই বিদায় নিশ্চিত।
সংবাদ সম্মেলনে এক অদ্ভুত মন্তব্য করে বসেন তিনি। ট্রট ভেবেছিলাম বাংলাদেশ ইতিমধ্যেই এশিয়া কাপ জিতেছে। সাংবাদিকরা ভুল ধরিয়ে দিলে প্রথমে অবাক হয়ে যান তিনি। পরে বলেন, “ওহ আচ্ছা, ফাইনাল খেলেছে। কিন্তু আমার মনে হয় তারা একবার ট্রফি জিতেছিল। ”
সেখানে থেমে থাকেননি আফগান কোচ। আবারও জোর দিয়ে বলেন, বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে একবার এশিয়া কাপ জিতেছে। এমনকি এক পর্যায়ে সত্যিটা জানার জন্য গুগল চেক করার কথাও বলেন ট্রট।
বাংলাদেশ এ পর্যন্ত এশিয়া কাপের ফাইনালে খেলেছে তিনবার। ২০১২ সালের আসরে পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস ফাইনালে মাত্র ২ রানে হেরে যায় বাংলাদেশ। এরপর ২০১৬ ও ২০১৮ সালে ভারতের কাছে হেরে হাতছাড়া হয় শিরোপা।
এফবি/আরিইউ