এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।
মুশতাকের মতে, স্কোরবোর্ডে ১৬০-১৭০ রান তুলতে পারলে বাংলাদেশি বোলারদের সামর্থ্য আছে যে কোনো দলকে চাপে ফেলার।
তিনি বলেন, ‘আমরা জানি কন্ডিশন কেমন, পরিস্থিতিও বুঝি। তিনটি সিরিজ জেতার অভিজ্ঞতা আমাদের আছে। রান থাকলে এই বোলিং ইউনিট সহজেই ম্যাচ ডিফেন্ড করতে পারবে। ’
তবে আফগানিস্তান নিয়েও সতর্ক তিনি। বিশেষ করে রশিদ খান, নুর আহমেদ ও ঘাজানফারের স্পিন আক্রমণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মুশতাক। মাঝের ওভারগুলোতে উইকেট না হারানোই হবে মূল লক্ষ্য বলেও জানান তিনি।
মুশতাক বলেন, ‘ওদের স্পিনের বিপরীতে কাউন্টার অ্যাটাক করে রান তুলতে পারলে ভালো। লাইন লেন্থ আগে মেইনটেইন করতে হবে। ওদের স্পিনারদের অভিজ্ঞতা বেশি। স্ট্যাট ওয়াইজ আমাদের স্পিনাররা মিডল ওভারে বেশি ম্যাচ জেতায়। এখন মাঠে সেটা ডেলিভার করতে হবে। ’
আফগান ক্রিকেটারদের অভিজ্ঞতার দিকটিও তুলে ধরেন স্পিন কোচ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলার ফলে আফগানদের আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বেশি বলেও উল্লেখ করেন তিনি।
তবুও টাইগারদের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই মুশতাকের। তার বিশ্বাস, সঠিকভাবে খেলতে পারলে বাংলাদেশ যে কোনো দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে সক্ষম।
এফবি/আরইউ