ক্রিকেটে সাধারণত ব্যাটারদের জন্য ‘ডাবল সেঞ্চুরি’ শব্দটি ব্যবহৃত হয়। তবে এবার ব্যতিক্রমী এক ‘ডাবল সেঞ্চুরি’র কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইন।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১২ সালে অভিষেকের পর থেকে দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন নারাইন। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩০ রান দিয়ে ১ উইকেট নিয়ে কেকেআরের হয়ে ২০০ উইকেটের অনন্য রেকর্ড গড়েছেন এই ক্যারিবিয়ান স্পিনার।
আইপিএলে একক কোনো দলের হয়ে ২০০ উইকেট নেওয়া নারাইনই প্রথম। তবে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনি আছেন চতুর্থ স্থানে। এই তালিকার শীর্ষে রয়েছেন ভারতের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল, যার উইকেট সংখ্যা ২০৬।
নারাইন অবশ্য সব উইকেট আইপিএলে পাননি। কলকাতার হয়ে ২০০ উইকেটের মধ্যে ১৮২টি উইকেট আইপিএলে এবং বাকি ১৮টি উইকেট চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে পেয়েছেন তিনি।
একক কোনো ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার দৌড়ে নারাইন এখন দ্বিতীয় স্থানে। এই রেকর্ডের শীর্ষে আছেন ইংল্যান্ডের অলরাউন্ডার সামিত প্যাটেল, যিনি নটিংহামশায়ারের হয়ে ২০৮ উইকেট নিয়েছেন।
তবে সামিতের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে নারাইনের সামনে। কারণ, ২০২৩ সালে কাউন্টি দল নটিংহামশায়ারের সঙ্গে প্যাটেলের সম্পর্ক ছিন্ন হওয়ায় তার উইকেট সংখ্যা আর বাড়বে না।
এই তালিকায় তিন নম্বরে আছেন ইংল্যান্ডের বাঁহাতি পেসার ক্রিস উড, যিনি হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট নিয়েছেন।
তবে চারে থাকা লাসিথ মালিঙ্গার পক্ষে এই তালিকায় এগিয়ে যাওয়া সম্ভব নয়। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ১৯৫ উইকেট নিয়ে তিনি ইতোমধ্যে অবসর নিয়েছেন।
তালিকার পঞ্চম স্থানে আছেন ইংল্যান্ডের পেসার ডেভিড পেইন, যার ঝুলিতে গ্লুস্টারশায়ারের হয়ে ১৯৩ উইকেট রয়েছে। এছাড়া, ১৬৮ উইকেট নিয়ে তালিকার ছয় নম্বরে আছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ, যিনি ভবিষ্যতে এই তালিকায় আরও ওপরে উঠে আসতে পারেন।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৫
এমএইচএম