ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

মোহামেডানের জয় তামিমকে উৎসর্গ করলেন হৃদয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
মোহামেডানের জয় তামিমকে উৎসর্গ করলেন হৃদয়

ঈদের বিরতি শেষে আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর নেমেই টানা তৃতীয় জয় পায় তারা।

এই জয় তামিম ইকবালকেই উৎসর্গ করলো ক্লাবটি।  

গত ২৪ মার্চ মোহামেডানের হয়ে টসের পর হার্ট অ্যাটাক হয় তামিমের। পরে হার্টে ব্লক ধরা পড়লে একটি স্টেন্ট বসানো হয়। হাসপাতাল থেকে বাসায় ফিরে আপাতত বিশ্রামে রয়েছেন তিনি। স্বাভাবিক জীবনে ফিরতে হলে তাকে অপেক্ষা করতে হবে আরও তিন মাস। অথচ আজ মাঠে থাকার কথা ছিল তার। কিন্তু এখন ক্রিকেট ক্যারিয়ারই অনিশ্চিত।  

তামিমের এমন অবস্থার পর মোহামেডানকে নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। তার নেতৃত্বেই আজ প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করেন হৃদয়। সেখানে এই জয় তামিমের জন্য উৎসর্গ করেন তিনি।  

হৃদয় লিখেন, ‘মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা আজকের (রোববার) জয়টি তামিম ইকবাল ভাইকে উৎসর্গ করছি। আমরা আপনাকে মিস করেছি। ’

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।