লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে উড়লেন তানজিদ হাসান তামিম। হাঁকালেন দারুণ এক সেঞ্চুরি।
বিকেএসপিতে আগে ব্যাট করতে নামা পারটেক্স স্পোর্টিং ক্লাব ৩৪.৪ ওভারে সংগ্রহ করে ১২৯ রান। এই রান তাড়া করতে নেমে রূপগঞ্জের তানজিদ লড়তে দেননি কাউকে। দারুণ সেঞ্চুরিতে ১০ উইকেটের জয় এনে দেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার চতুর্থ সেঞ্চুরি। প্রায় দুই বছর পর তিন অঙ্কের দেখা পেলেন তিনি।
ডিপিএলের শুরু থেকে ব্যাট হাতে দুর্দান্ত তানজিদ। তবে তিন অঙ্ক ছুঁতে তার লেগেছে সময়। এর আগে অবশ্য তিনটি ফিফটি হাঁকান এই ব্যাটার। সঙ্গে আজ এক সেঞ্চুরিতে ৮ ইনিংসে ৭৬.৮০ গড়ে তানজিদের সংগ্রহ ৩৮৪ রান।
১৩০ রান তাড়ায় ব্যাট করতে নেমে তানজিদ ২৬ বলে পঞ্চাশের দেখা পান। পরের ৩৩ বলে তিনি হাকিয়ে নেন আরও পঞ্চাশ। তাকে সঙ্গ দেওয়া সাইফ হাসান ৫৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। এর আগে ব্যাট করতে নামা পারটেক্সের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন তিন নম্বরে নামা রুবেল মিয়া। আর কেউ ২৫ রানও করতে পারেননি।
এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে ডিপিএল টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রূপগঞ্জে। সমান ম্যাচে দুই জয়ে দশ নম্বরে অবস্থান পারটেক্সর।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
আরইউ