পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে প্রথমবার মাঠে নেমেই বাজিমাত করেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।
রোববার রাতে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে বল হাতে দারুণ পারফর্ম করে সবাইকে চমকে দিয়েছেন এই ২২ বছর বয়সী তরুণ।
লাহোরের প্রথম ম্যাচে (ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে) একাদশে জায়গা হয়নি রিশাদের। তবে সুযোগ পেতেই নিজেকে মেলে ধরেছেন দারুণভাবে।
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ২২০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে কোয়েটা থেমে যায় মাত্র ১৪০ রানে।
রিশাদ নিজের চার ওভারের স্পেলে ৩১ রানে ৩টি উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
রিশাদের এই পারফরম্যান্সে সবচেয়ে বেশি খুশি লাহোরের অভিজ্ঞ অলরাউন্ডার ডেভিড ভিসে, যিনি ইনজুরির কারণে ওই ম্যাচে খেলতে পারেননি।
তিনি বলেন, “রশিদ খানের মতো বোলারের জায়গা নেওয়া খুব কঠিন। গত বছরও ওকে আমরা খুব মিস করেছি। তবে রিশাদ দারুণ বল করেছে। ও দলের বড় সম্পদ হয়ে উঠতে পারে। আশা করি ও ধারাবাহিকভাবে এমন খেলাই খেলবে। ”
ম্যাচ শেষে লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিও প্রশংসা করেছেন রিশাদের দৃঢ়তায় ভরা অভিষেকের।
“আমরা এমন একজন বোলার খুঁজছিলাম যে মাঝের ওভারে আক্রমণ করতে পারে। ভিসে কিছুটা চোটে ভুগছিল, তাই রিশাদকে নেওয়া হয়। আসিফ আফ্রিদি তখন নতুন বল সামলাচ্ছিল। সেই জায়গায় রিশাদ ছিল একদম পারফেক্ট,” বলেন শাহিন।
লাহোর কালান্দার্সের জার্সিতে রিশাদের এমন দুর্দান্ত অভিষেক নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্যও দারুণ এক আনন্দের খবর।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এমএইচএম