ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিফটির আগেই বিদায় মুমিনুলের, লিড বড় করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
ফিফটির আগেই বিদায় মুমিনুলের, লিড বড় করছে বাংলাদেশ মুমিনুল হক/সংগৃহীত ছবি

সকালের সেশনটা বৃষ্টিতে ভেসে গেছে। তবে দ্বিতীয় সেশনের শুরুটা ভালোই হয় বাংলাদেশের।

মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে লিড দেখে স্বাগতিকরা। তবে ফিফটি থেকে মাত্র ৩ রান দূরত্বে থামেন অভিজ্ঞ মুমিনুল হক।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৬ ওভারে ৩ উইকেটে ১৪৪ রান করেছে স্বাগতিকরা। তাদের লিড ৬২ রানের।

গত দুই দিনও আকাশ ছিল মেঘলা, তবে আজকের মতো এত বৃষ্টি হয়নি। টানা বৃষ্টিতে মাঠ খেলার উপযোগী হতে সময় লেগে যায়। যে কারণে লাঞ্চের বিরতি দেন আম্পায়াররা। বিরতির পর মাঠ উপযোগী হওয়ায় দ্বিতীয় সেশন শুরু হয় সময়মতোই।  

দ্বিতীয় সেশনের শুরুর দিকেই অবশ্য মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ। ভালো খেলতে থাকা এই ওপেনার ৬৫ বলে ৩৩ রান করে ফেরেন। এরপর জুটি গড়েন মুমিনুল ও শান্ত। তাদের ৬৫ রানের জুটিতেই লিডের মুখ দেখে বাংলাদেশ।  

ছন্দে থাকা মুমিনুল ছুটছিলেন ফিফটির দিকেও। কিন্তু নিয়াশা মায়াবোর বাউন্সারে বিভ্রান্ত হয়ে ব্যাট ছোঁয়াতে গেলে বল ক্যাচে পরিণত হয়। তাতে শেষ হয় মুমিনুলের ৮৪ বলে ৪৭ রানের ইনিংস।  

এর আগে প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ থেমে যায় মাত্র ১৯১ রানে। জবাবে জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে তুলেছে ২৭৩ রান, পেয়েছে ৮২ রানের লিড।  

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে গতকাল বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ তুলতে পারে ১ উইকেটে ৫৭ রান। ২৫ রানে পিছিয়ে থেকে আজ দিন শুরু করে বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।