ঢাকা, রবিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৭ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্নের আহ্বান সৌরভ গাঙ্গুলীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্নের আহ্বান সৌরভ গাঙ্গুলীর সৌরভ গাঙ্গুলী/সংগৃহীত ছবি

কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক নিয়ে উত্তেজনা চরমে উঠেছে। ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই-এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেট সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন।

 

কলকাতায় সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলী বলেন, "একশো শতাংশ সম্পর্ক ছিন্ন করা উচিত। প্রতি বছর এভাবে সন্ত্রাসবাদ চলতে পারে না। কঠোর পদক্ষেপ জরুরি। " ​

বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লাও জানান, ভারত ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলবে না। তিনি বলেন, "আমরা নিহতদের পরিবারের পাশে আছি এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ভারত সরকারের নির্দেশই আমাদের কাছে চূড়ান্ত। দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ আমরা খেলছি না এবং ভবিষ্যতেও খেলব না। কেবলমাত্র আইসিসির টুর্নামেন্টেই অংশ নিতে হয় আন্তর্জাতিক বাধ্যবাধকতার কারণে। " ​

পহেলগাম হামলার পর ভারত সরকার কূটনৈতিকভাবে কড়া অবস্থান নিয়েছে—আটারি সীমান্তের ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) বন্ধ করা, সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প স্থগিত করা এবং পাকিস্তানি নাগরিকদের ৪০ ঘণ্টার মধ্যে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে এবং সীমান্ত বন্ধ করেছে। ​

এই পরিস্থিতিতে ভারতীয় সম্প্রচার সংস্থাগুলো পাকিস্তান সুপার লিগের সম্প্রচার বন্ধ করেছে।

ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কারণে ২০০৮ সালের এশিয়া কাপের পর থেকে ভারত আর পাকিস্তান সফর করেনি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দেখা কেবল আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত টুর্নামেন্টে হয়, যেমন টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ বা এশিয়া কাপ।

সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে না গিয়ে 'হাইব্রিড মডেল'-এর মাধ্যমে দুবাইয়ে তাদের সব ম্যাচ খেলেছে। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২০২৭ চক্রের টুর্নামেন্টগুলোও একই পদ্ধতিতে আয়োজিত হবে, যেখানে ম্যাচগুলো হবে ভারত বা পাকিস্তানের বাইরে নিরপেক্ষ ভেন্যুতে।

ভারত ও পাকিস্তান সর্বশেষ ২০১২-১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল, যখন পাকিস্তান সীমিত ওভারের ম্যাচ খেলতে ভারতে এসেছিল। ভারত শেষবার ২০০৮ সালে পাকিস্তান সফর করেছিল।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।