বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সতর্ক থাকার বার্তা দিলেন জিম্বাবুয়ের ব্যাটার বেন কারান। আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় টেস্ট।
সিলেটে প্রথম টেস্টে রোমাঞ্চকর এক লড়াইয়ে তিন উইকেটে জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে, ১৭৪ রানের লক্ষ্য তাড়া করে গড়েছে নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। ২০২১ সালের পর এটি জিম্বাবুয়ের প্রথম টেস্ট জয়, আর দেশের বাইরে এটি তাদের চতুর্থ টেস্ট জয়—যার আগেরটিও এসেছিল ২০১৮ সালে, এই চট্টগ্রামেই।
শনিবার সিলেটে সাংবাদিকদের বেন কারান বলেন, "আমরা জানি বাংলাদেশ আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। এই ম্যাচ সহজ হবে না, প্রতি মুহূর্তের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আমরা চাই, প্রথম টেস্টের মতো আরেকটি ভালো পারফরম্যান্স দিতে,"
নিজের প্রথম টেস্ট জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, "এই জয়ে আমরা সবাই দারুণ আত্মবিশ্বাস পেয়েছি। তবে সিরিজ এখনও শেষ হয়নি। সামনে বড় একটি ম্যাচ অপেক্ষা করছে। "
কারান জানান, দলের পরিবেশও এখন বেশ চাঙ্গা, তবে চট্টগ্রামের ভিন্ন কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার ওপর জোর দিলেন তিনি, "প্রতিটি ম্যাচেই নতুন চ্যালেঞ্জ আসে। সিলেটের চেয়ে এখানে কন্ডিশন ভিন্ন হবে, তাই দ্রুত খাপ খাওয়াতে হবে। "
মাত্র ২০২৪ সালে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া বেন কারান স্বীকার করেন, সিনিয়র দুই ক্রিকেটার শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনের কাছ থেকে অনেক কিছু শিখছেন তিনি।
"আমি এখনো আন্তর্জাতিক ক্রিকেটে নবীন। শন আর ক্রেইগের অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করি। এটা আমার বিকাশের জন্য জরুরি," বলেন কারান।
জিম্বাবুয়েতে বেড়ে ওঠা এই ক্রিকেটার জানান, ইংল্যান্ডে কয়েক বছর কাটানোর পর ফের নিজের জন্মভূমির প্রতিনিধিত্ব করা তার জন্য গর্বের বিষয়।
"ছোটবেলা কেটেছে জিম্বাবুয়েতে। পরে পরিস্থিতির কারণে ইংল্যান্ডে যাই। সেখান থেকে আবার ফিরে এসে জিম্বাবুয়ের হয়ে খেলতে পারা আমার জন্য অনেক সম্মানের," মন্তব্য কারানের।
কারান আরও জানান, ইংল্যান্ডের হয়ে খেলা তার দুই ভাই টম কারান ও স্যাম কারানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।
"প্রায় প্রতিদিনই কথা হয় তাদের সঙ্গে, বিশেষ করে ম্যাচ চলাকালে। আমরা একটা ঘনিষ্ঠ পরিবার। তাদের পরামর্শ আমার খুব কাজে লাগে," বলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৫
এমএইচএম