ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা, পাকিস্তান ছাড়তে চান নাহিদ-রিশাদরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, মে ৮, ২০২৫
রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা, পাকিস্তান ছাড়তে চান নাহিদ-রিশাদরা ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে আজ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হওয়ার কথা নাহিদ রানার পেশোয়ার জালমির। এর আগেই সেখানে দেখা দিয়েছে নিরাপত্তা শঙ্কা।

স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ভারত। যে কারণে ম্যাচটিও সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এমন ঘটনায় নিরাপত্তা শঙ্কায় রয়েছেন পিএসএলে থাকা বিদেশি ক্রিকেটাররা। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তাদের সঙ্গে বৈঠক করেছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। সেখান থেকে নিরাপদে পাকিস্তান থেকে নিজের দেশে ক্রিকেটারদের পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন পিসিবি প্রধান।  
 
তবে পাকিস্তানের সূত্র বলছে সেখানে কিছু বিপত্তিও রয়েছে। দেশটির বেশ কিছু প্রদেশে বিমান চলাচলা বন্ধ রয়েছে। এতে ফ্লাইটের সংখ্যাও কমেছে। এ জন্য বিদেশি ক্রিকেটারদের চার্টার্ড ফ্লাইটে দুবাইয়ে পৌঁছানোর ব্যবস্থা করছে পিসিবি। সেখান থেকে দেশে ফিরতে পারেন নাহিদ-রিশাদরাও।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ