ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

‘নো হ্যান্ডশেক’ বিতর্কে পাকিস্তানকে তুলোধোনা করলেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, সেপ্টেম্বর ২১, ২০২৫
‘নো হ্যান্ডশেক’ বিতর্কে পাকিস্তানকে তুলোধোনা করলেন অশ্বিন সংগৃহীত ছবি

এশিয়া কাপ ২০২৫–এ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আবারও তোলপাড়। গ্রুপ পর্বের ম্যাচে হাত না মেলানোর ঘটনা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, সেটি নতুন করে আলোচনায় আসছে সুপার ফোরের লড়াইয়ের আগে।

 

এবার মুখ খুললেন ভারতের অফ স্পিনার ও সাবেক তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘অ্যান্ডি পাইক্রফট আসলে সবাইকে খারাপ দৃশ্য থেকে রক্ষা করেছিলেন। ভারত ম্যাচের আগে রেফারিকে জানিয়েছিল—এটা আমাদের সিদ্ধান্ত, আমরা হ্যান্ডশেক করব না। তাতে সমস্যা কোথায়? আপনি ম্যাচ হেরেছেন আপনার খেলার কারণে, আমাদের হাত না মেলানোর কারণে নয়। তাই অভিযোগ না করে মাঠের পারফরম্যান্স ঠিক করার চেষ্টা করুন। ’

শ্রীলঙ্কার সাবেক আম্পায়ার ও বর্তমান আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগও তুলেছেন অশ্বিন।

তিনি বলেন, “আপনাদের সমস্যা যদি ভারতের সঙ্গে হ্যান্ডশেক নিয়ে হয়, তবে কেন ইউএই ম্যাচে এসে পাইক্রফটকে দোষারোপ করলেন? উনি তো স্কুলশিক্ষক নন যে গিয়ে বলবেন—‘সূর্য, গিয়ে হাত মেলাও। ’ এটা তার কাজ নয়। ”

পাকিস্তান হ্যান্ডশেক বিতর্কে ইউএইর বিপক্ষে ম্যাচ শুরু করেছিল এক ঘণ্টা দেরিতে। পিসিবি এমনকি পাইক্রফটকে সরানোর দাবি তুলেছিল। কিন্তু আইসিসি তাতে সাড়া না দেওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ খেলতে বাধ্য হয় তারা।

অশ্বিন আরও বলেন, “বোর্ডের নির্দেশ ছিল, খেলোয়াড়রা সেটি মেনে চলেছে। তারা স্পষ্ট জানিয়েছে—হ্যান্ডশেক করবে না। এখানেই শেষ হওয়ার কথা। কিন্তু পাকিস্তান অভিযোগ তুলেছে। পরে আবার বলছে পাইক্রফট নাকি ক্ষমা চেয়েছেন! যদি আমি পাইক্রফট হতাম, তবে পাকিস্তানকেই আমার কাছে ক্ষমা চাইতে হতো। আমি কীসের জন্য ক্ষমা চাইব? ‘দুঃখিত, সূর্যকুমার যাদব তোমাদের সঙ্গে হাত মেলাননি’? এটা কি কোনো অজুহাত হলো?”

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ