ভারতের বিপক্ষে পাকিস্তানের টানা দুই পরাজয়ের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান রসিক ভঙ্গিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র চেয়ারম্যান মহসিন নকভি ও সেনাপ্রধান আসিম মুনিরকে নিয়ে মন্তব্য করেছেন।
জেলে বন্দী ইমরান খানের বোন আলিমা খান সোমবার সাংবাদিকদের জানান, তিনি যখন তার ভাইকে পাকিস্তানের টানা হারের খবর দেন, তখন ইমরান খান বলেন, ‘ভারতের বিপক্ষে জিততে হলে আর্মি চিফ জেনারেল আসিম মুনির আর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ওপেনার হয়ে নামুক।
ইমরান খান অভিযোগ করেন, মোহসিন নাকভি তার ‘অযোগ্যতা ও স্বজনপ্রীতির মাধ্যমে’ পাকিস্তানি ক্রিকেটকে ধ্বংস করেছেন।
পাশাপাশি তিনি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধেও অভিযোগ আনেন যে, ফেব্রুয়ারি ২০২৪ সালের সাধারণ নির্বাচনে কাজী ফায়েজ ঈসা ও নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে ব্যবহার করে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ম্যান্ডেট কেড়ে নেওয়া হয়েছে।
৭২ বছর বয়সী সাবেক এই অধিনায়ক পাকিস্তানের হয়ে ১৯৯২ সালে প্রথম ও একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জেতেন। বর্তমানে তিনি একাধিক মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন।
এমএইচএম