ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বিসিবি নির্বাচনে চমক! মনোনয়ন জমা দিলেন ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩১, সেপ্টেম্বর ২৩, ২০২৫
বিসিবি নির্বাচনে চমক! মনোনয়ন জমা দিলেন ফারুক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে বাড়ছে উত্তাপ। গত রোববার (২১ সেপ্টেম্বর) ঘোষিত নতুন তফসিল অনুযায়ী আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

এরই মধ্যে সোমবার (২২ সেপ্টেম্বর) শেষ হয়েছে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা। মনোনয়ন দাখিলের শেষদিনে চমক দেখিয়ে মনোনয়ন জমা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।

প্রথম থেকেই নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিলেও কোন ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে অনিশ্চয়তা ছিল ফারুকের। অবশেষে নিশ্চিত হয়েছে, ক্লাব ক্যাটাগরি থেকেই নির্বাচন করবেন তিনি। রেঞ্জার্স ক্রিকেট একাডেমির প্রতিনিধিত্ব করে ক্যাটাগরি-২ থেকে মনোনয়ন নিয়েছেন এই সাবেক ক্রিকেটার।

তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে ভোটার তালিকা। এরপর ২৬ ও ২৭ সেপ্টেম্বর মনোনয়ন বিতরণ, ২৮ সেপ্টেম্বর মনোনয়ন জমা, ২৯ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। প্রার্থীরা চাইলে ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ওই দিনই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। ভোটগ্রহণ শেষে ৬ অক্টোবর সন্ধ্যায় প্রকাশ করা হবে নির্বাচনের ফলাফল। একই দিন রাত সাড়ে ৭টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ এবং রাত ৯টার মধ্যে ফল ঘোষণা করার কথা রয়েছে।

এদিকে সভাপতি পদে ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্রিকেট মহলে দুই সাবেক তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা নিয়ে চলছে জোর আলোচনা। পাশাপাশি আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থীও এ নির্বাচনে অংশ নিচ্ছেন, যাদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে অভিজ্ঞ ক্রীড়া সংগঠকেরা।

এফবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।