ঐতিহ্যের ছোঁয়ায় রঙিন হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের সূচনা। আজ শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান।
দুই দলের অধিনায়ক বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ উপস্থিত ছিলেন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। মনোরম সকাল, প্রাচীন স্থাপত্য আর উচ্ছ্বাসে মুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় সিরিজ ট্রফি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, এই আয়োজনের লক্ষ্য শুধু ক্রিকেট নয়, বরং দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটনের সৌন্দর্যও তুলে ধরা। এটি বিসিবির ‘ক্রিকেট ট্যুরিজম উদ্যোগ’ এর অংশ, যা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পর্যটন বোর্ডের সহযোগিতায়।
উল্লেখ্য, আগামী শনিবার (১৯ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ শেষে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি লড়াই। ইতোমধ্যেই ক্যারিবীয় দল ঢাকায় পৌঁছে প্রস্তুতি শুরু করেছে।
এফবি