ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সিমন্সের বিশ্বাস বাংলাদেশ আরও ভালো খেলতে পারে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, অক্টোবর ১৭, ২০২৫
সিমন্সের বিশ্বাস বাংলাদেশ আরও ভালো খেলতে পারে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাসী টাইগার শিবির। গত সিরিজের ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করতে চান খেলোয়াড়রা।

এমনটাই জানালেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

আজ সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে সিমন্স বলেন, ‘শেষ সিরিজে যেটা হয়েছে, সেটা পেছনে ফেলে দিতে হবে। আমরা জানি, আমরা তার চেয়ে অনেক ভালো দল এবং অনেক ভালো খেলতে পারি। তাই অনুশীলনে এখন পুরো মনোযোগ। ’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার মতো দলে খেলার অভিজ্ঞতা বাংলাদেশকে সাহায্য করবে। ’

সিমন্স বলেন, ‘আমরা আফগানিস্তানের বিপক্ষে খেলেছি, তাদের স্পিনাররা দুর্দান্ত। তাই এই অভিজ্ঞতা আমাদের কাজে আসবে। এখন আমাদের বোলাররা স্পিনার আর পেসাররা নিজেদের কাজটা ভালোভাবে করছে। ’

মিরাজের নেতৃত্ব নিয়েও কথা বলেন টাইগার হেড কোচ। তিনি বলেন, ‘মিরাজের অধিনায়কত্ব নিয়ে এখনই বিচার করা ঠিক না। মাঠে তার নেতৃত্ব ভালো। কিন্তু ম্যাচ জেতা নির্ভর করে ব্যাটসম্যানদের ওপরও। যদি ব্যাটসম্যানরা রান না করে, তাহলে কোনো অধিনায়কই জিততে পারবে না। মাঠে মিরাজ ভালো করছে, কিন্তু জেতার জন্য সবার অবদান দরকার। ’

সিমন্স জানান, দলের দ্রুত ঘুরে দাঁড়ানোর মূল কৌশল মানসিকভাবে ইতিবাচক থাকা ও প্রস্তুতিতে ফোকাস রাখা। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করি অনুশীলনে সঠিক দিকটা বজায় রাখতে। আগের ভুলগুলো ভুলে যাই, নতুন দিনে কিভাবে ভালো খেলব সেটাই ভাবি। ’

তিনি আরও বলেন, তরুণ ক্রিকেটারদের পরিপক্বতা বাড়ানোই এখন অন্যতম লক্ষ্য। সিমন্সের মতে, ‘আমাদের দলে অনেক তরুণ আছে। তাদের মধ্যে কেউ কেউ সময় নিয়ে পরিণত হয়, কেউ দ্রুত শেখে। আমরা চাই, ওদের মধ্যে সেই পরিণতিটা দ্রুত আসুক, কারণ ওদের সামর্থ্য আছে সেরা হওয়ার। ’

সিরিজের দল নির্বাচন নিয়ে সিমন্স ইঙ্গিত দেন, সিদ্ধান্ত হবে অনুশীলনের পর। তার মতে, ‘আজকের অনুশীলনের পরই আমরা ঠিক করব, কাল কেমন কম্বিনেশন নিয়ে নামব। ’

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।