ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

প্রথমবারের মতো লালবাগ কেল্লায় এসেছেন মিরাজ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, অক্টোবর ১৭, ২০২৫
প্রথমবারের মতো লালবাগ কেল্লায় এসেছেন মিরাজ ছবি: ফারজানা ববি

সাপ্তাহিক ছুটির সকালে পুরান ঢাকার লালবাগ কেল্লায় দেখা গেল এক ভিন্ন দৃশ্য। ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী সেই প্রাচীন স্থাপনায় দাঁড়িয়ে ক্রিকেটের উৎসবমুখর মুহূর্ত।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন।

পরীবিবির মাজারের সামনে ট্রফি হাতে দাঁড়ালেন দুই অধিনায়ক। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। সূর্যের মোলায়েম আলোয় ঝলমল করছিল সোনালি ট্রফি। ক্যামেরার ফ্ল্যাশে ধরা পড়ছিল দুই দলের অধিনায়কের হাসি।

এই প্রথমবারের মতো লালবাগ কেল্লায় এলেন মেহেদী হাসান মিরাজ। প্রথম দর্শনেই বিমোহিত তিনি ঐতিহাসিক স্থাপনার সৌন্দর্যে।

মৃদু হাসিতে বললেন, ‘সত্যি বলতে এই জায়গায় আগে কখনো আসা হয়নি। আজ প্রথমবার এলাম, আর ট্রফি উন্মোচনের মতো একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত এখানে কাটাতে পারছি। এটা দারুণ লাগছে। শুধু একটা চিন্তা হচ্ছিল, এখানে আসার পর আধাঘন্টার মধ্যে আবার মিরপুরে যেতে পারব কি না!’

অনুষ্ঠান শেষে মিরাজ যান জাতীয় দলের অনুশীলনে, আর শাই হোপ ফেরেন উইন্ডিজ দলের হোটেলে।

আগামী শনিবার (১৯ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই ম্যাচ দিয়েই দুই বছরেরও বেশি সময় পর মিরপুরে ফিরছে ওয়ানডে ক্রিকেট। শেষবার এখানে পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হেরেছিল। এবার সেই হারের প্রতিশোধের সুযোগ মিরাজদের সামনে। তবে সিরিজের ইতিহাসে এখন পর্যন্ত সমানে সমান৷ ১২টি দ্বিপাক্ষিক সিরিজে দু’দল জিতেছে সমান ৬টি করে সিরিজ।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।