ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

প্রথম বিভাগ লিগে বড় পরিবর্তনের ইঙ্গিত, ক্লাবগুলোর জন্য বাড়ছে বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৩, অক্টোবর ২২, ২০২৫
প্রথম বিভাগ লিগে বড় পরিবর্তনের ইঙ্গিত, ক্লাবগুলোর জন্য বাড়ছে বরাদ্দ প্রথম বিভাগ লিগে বড় পরিবর্তনের ইঙ্গিত, ক্লাবগুলোর জন্য বাড়ছে বরাদ্দ

আসন্ন ক্রিকেট লিগ আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)। এ মৌসুমে লিগের ম্যাচগুলো আয়োজনের জন্য মোহাম্মদপুরের সিলিকন মাঠ, বিকেএসপির এক ও দুই নম্বর গ্রাউন্ড এবং কেরানীগঞ্জের তেঘরিয়ার মাঠ বরাদ্দ পেয়েছে কমিটি।

তবে এনএসসিএল টুর্নামেন্ট চলায় বিকেএসপির মাঠ দুটি ব্যবহারের আগে কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে সিসিডিএম।


ক্লাবগুলোর অযৌক্তিক প্রভাব ও ক্রিকেটারদের জিম্মি করে রাখার প্রবণতা কমাতে এবার পরিবর্তনের পথে হাঁটছে সিসিডিএম।

কমিটির চেয়ারম্যান বলেন, শুধু আর্থিক দিক নয়, পুরো ব্যবস্থাপনাতেই কিছু পরিবর্তন আনতে চাই আমরা। অর্গানাইজারদের নিয়েও নতুন সিদ্ধান্তের পথে যাচ্ছি।


প্রথম বিভাগ ক্রিকেট লিগের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় বেশ কিছু ইতিবাচক ঘোষণা দিয়েছে সিসিডিএম। ৫০ শতাংশ বর্ধিত অ্যাপিয়ারেন্স মানি, বাড়তি প্রাইজমানি, পরিবহন ভাতা এবং জার্সির খরচের অনুদানের নিশ্চয়তা পেয়েছেন ক্লাব কর্মকর্তারা।


সভায় উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ, অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম এবং সিসিডিএমের নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান ফায়জুর রহমান মিতু। দীর্ঘ ২১ বছর পর সিসিডিএমে ফিরে এসে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিতু।


পুরো সভাজুড়ে ছিল ইতিবাচক আলোচনা আর আগামী মৌসুমকে আরও প্রাণবন্ত করার প্রত্যাশা।


এফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।