ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মইন আলীর ব্যাটে চড়ে ইংলিশদের অর্ধশতক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪
মইন আলীর ব্যাটে চড়ে ইংলিশদের অর্ধশতক

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: ওয়ান ডাউনে খেলতে নামা মইন আলীর ব্যাটে এগোচ্ছে ইংল্যান্ডের রানের চাকা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত  ৫ দশমিক ২ ওভারে ৫১ রান সংগ্রহ ইংলিশদের।

এর মধ্যে মইনের ব্যাট থেকে এসেছে ৩০ রান (১৬)। ক্রিজের অপর প্রান্তে রয়েছেন ১৬ (১৪) রান সংগ্রহ করা মাইকেল ল্যাম্ব।

এর আগে, কোরি অ্যান্ডারসনের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন ওপেনার আলেক্স হেল। প্রথম ওভারের তৃতীয় বলেই দলীয় মাত্র ১ রানের মাথায় কাইল মিলসের বলে ক্যাচ তুলেন অ্যালেক্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম জহুর ‍আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে ইংলিশদের ব্যাটিংয়ের ‍আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম।

দলের জয়ের জন্য নিউজিল্যান্ডের পক্ষে মাঠে নেমেছেন মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, ব্রেন্ডন ম্যাককুলাম, রস টেইলর, কলিন মুরনো, কোরি অ্যান্ডারসন, লুক রঞ্চি, নাথান ম্যাককুলাম, টিম সাউদি, কাইল মিলস ও মিচেল ম্যাকক্লেনাঘান।

ইংল্যান্ড দলে খেলছেন, মাইকেল ল্যাম্ব, অ্যালেক্স হেল, মঈন আলী, ইয়ন মরগান, জোস বার্টলার, টিম ব্রেসনান, রবি বোপারা, ক্রিস জর্ডান, স্টুয়ার্ট ব্রড, জেমস ট্রেডওয়েল ও জেড ডার্নবাখ।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৪

** অ্যান্ডারসনের দুর্দান্ত ক্যাচে ফিরলেন অ্যালেক্স
** টসে জিতে ফিল্ডিংয়ে কিউইরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।