ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অসি মেয়েদের টার্গেট ১২৯

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৪
অসি মেয়েদের টার্গেট ১২৯ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়ে নিউজিল্যান্ডকে ১২৮ রানে বেধে দিয়েছে অস্ট্রেলিয়া। ৮ উইকেটের বিনিময়ে ব্ল্যাক ক্যাপরা অসিদের ১২৯ রানের টার্গেট দিল।



এদিন এলবিডব্লু’র ফাঁদে পড়েছে নিউজিল্যান্ডের ব্যাটাররা। রোববার সিলেট স্টেডিয়ামের মাঠে প্রথম পাঁচজনের চারজনই ব্যাটে প্যাডে লেগে আউট।

ব্যক্তিগত পাঁচ রানে অধিনায়ক সুজি বেটস দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন। দলের স্কোরও একই, জেস জোনাসেনের ঘূর্ণিতে এলবিডব্লু তিনি।

২২ রানের জুটি গড়ে সারা ম্যাকগ্লাশান (১৫) একইভাবে আউট সারাহ কোয়তের বলে।   এই ডানহাতি মিডিয়াম পেসার নিউজিল্যান্ডের তৃতীয় ব্যাটার হিসেবে এলবিডব্লুতে সাজঘরে ফেরান ওপেনার ফ্রাঙ্কের ম্যাককেকে (২৫)।

জোনাসেন অবশ্য তার দ্বিতীয় শিকারটি পেয়েছেন রাচেল প্রিয়েস্টকে ওসবোর্নের ক্যাচ বানিয়ে।

পঞ্চমটিও এলবিডব্লু, কেটি পারকিন্সকে ৩১ রানে আউট করেন রেনে ফারেল। নিকোলা ব্রাউন দ্বিতীয় সেরা ২৯ রানে শেষ ওভারে বোল্ড হন এলিস পেরির কাছে। একই ওভারে আরও দুটি উইকেটের পতন ঘটে রান আউটে। কেটি মার্টিন ১৫ রানে ও ম্যাডি গ্রিন রান আউট হন।

ম্যাচে একমাত্র ছক্কাটি মেরেছেন নিকোলা ব্রাউন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ২৩ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।