ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধীরগতিতে শুরু ক্যারিবীয়দের ব্যাটিং

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৪
ধীরগতিতে শুরু ক্যারিবীয়দের ব্যাটিং

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে: ব্যাটিংয়ে নেমে রান তোলার ক্ষেত্রে ধীরগতিতে এগোচ্ছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলছেন তারা।



ক্যারিবীয়দের ব্যাটিংয়ের উদ্বোধনে নেমেছেন ডোয়াইন স্মিথ ও ক্রিস গেইল। ভারতের হয়ে প্রথম ওভার করেন ভুবনেশ্বর কুমার। প্রথম ওভারে মাত্র এক রান নেয় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ভারতীয় দলের হয়ে খেলছেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, যুবরাজ সিং, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অমিত মিশ্র, ভুবেনশ্বর কুমার ও মোহাম্মদ সামি।

ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছেন ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, লেন্ডন সিমন্স, ডোয়াইন ব্রাভো, দিনেশ রামদিন, ড্যারেন স্যামি, অ্যান্ড্রু রাসেল, সুনীল নারাইন, স্যামুয়েল বদ্রি ও ক্রিস সান্তোকি।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৪

**টসে জিতে ফিল্ডিংয়ে ভারত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।