ঢাকা: শুক্রবার আফ্রিকা মহাদেশের কিলিমানজারোর শীর্ষ পর্বতশৃঙ্গে ক্রিকেট খেলার মাধ্যমে রেকর্ড সৃষ্টি করেছেন তারকা ক্রিকেটারদের একটি দল। যা বিশ্বের সর্বোচ্চ উঁচু স্থানে ক্রিকেট খেলার একটি রেকর্ড হয়ে থাকল।
ক্রিকেটারদের এ দলে ছিলেন দ. আফ্রিকার সাবেক ফাস্ট বোলার মাখায়া এনটিনি, ইংল্যান্ডের সাবেক স্পিনার অ্যাশলে জাইলসরা।
ম্যাচটি হয়েছে সমতল ভূ-পৃষ্ঠ থেকে ৫ হাজার ৭৩০ মিটার (১৮,৯১০ ফুট) উপরে। ২০ ওভারের ম্যাচটি মেঘের কারণে পরে ১০ ওভারে অনুষ্ঠিত হয়।
কিংবদন্তি ইংলিশ বোলার জাইলস এ ম্যাচের পর তার টুইটারে লিখেন, ‘এটা অসাধারণ একটি অভিজ্ঞতা। আমরা আফ্রিকার সর্বোচ্চ উঁচু স্থানে খেলেছি। ’
এর আগে সর্বোচ্চ স্থানে ক্রিকেট ম্যাচ খেলার রেকর্ড সৃষ্টি হয়েছিল ২০০৯ সালে। নেপালের হিমালয় পর্বত চুড়ার ৫ হাজার ১৬৫ মিটার উচ্চতায় বেজ ক্যাম্পে ম্যাচটি আয়োজন করা হয়েছিল।
এ ম্যাচে জয় পেয়েছে ‘গোরিলা’ দল। অ্যাশলে জাইলসের নেতৃত্বাধীন ‘রাইনোস’ দল নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করেছিল। ম্যাচটি যেহেতু একটি আন-অফিসিয়াল আর নিজেদের মধ্যে হয়েছে তাই দুই দলই সমান ১০ ওভার করে ব্যাটিং করে। তাই পরে ব্যাট করে ‘গোরিলা’ ৫ উইকেটে ৮২ রান তুলেই জয় নিশ্চিত করে। দলটির নেতৃত্ব দিয়েছিলেন ইংল্যান্ড নারী দলের সহ-অধিনায়ক হেদার নাইট। সর্বোচ্চ ২০ রান করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৪