ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শর্ত-সাপেক্ষে বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
শর্ত-সাপেক্ষে বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল ছবি: সংগৃহীত

ঢাকা: ফিউচার ট্যুর প্ল্যান(এফটিপির) সময়সূচি অনুযায়ী এ বছরের এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফরের কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। তবে এ সফরকে কেন্দ্র করে শর্ত জুড়ে দিয়েছে পিসিবি।

তারা জানিয়েছে, এ সফরের ৫০ শতাংশ আয় পাকিস্তানকে দিতে হবে। পাশাপাশি বাংলাদেশের অনুর্ধ-১৯ ও ‘এ’ দলকে পাকিস্তান সফর করতে হবে।

এদিকে সংবাদ মাধ্যম গুলোর মতে পিসিবি এ সফরের ব্যাপারে অগ্রসর হবে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ শর্তে একমত হয়। এদিকে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে আইসিসির সভা শেষে সাক্ষাৎ করতে পারে দু’দেশের এক্সিকিউটিভ পর্যায়ের কর্মকর্তারা।

এফটিপির সূচি অনুযায়ী আগামী এপ্রিলের ১০ থেকে সাত মে পর্যন্ত পাকিস্তান বাংলাদেশে এসে দুটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে। তবে পিসিবি এখনও এ সফররের ব্যাপারে বিসিবিকে কোন নিশ্চিত করেনি।

এফটিপি দু’দেশের মৌখিক চুক্তি হওয়ায় এখানে আইসিসি কোন ধরণের হস্তক্ষেপ করতে পারবে না।

বাংলাদেশ SCসময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।