ঢাকা: গুঞ্জনটাই সত্য হলো। অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলছেন না।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ দলের সঙ্গে অনুশীলন করেছেন ক্লার্ক। ফেব্রুয়ারির ২১ তারিখে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে স্মিথ-ওয়ার্নাররা। ঐ ম্যাচে ক্লার্কের খেলার সম্ভাবনা রয়েছে। মূলত, হ্যামস্ট্রিং ইনজুরিতে থেকে পুরোপুরি সেরে উঠার স্বার্থেই ক্লার্ককে বিশ্রামে রাখা হচ্ছে।
লেম্যান বলেন, ‘ক্লার্ক প্রতিদিনই উন্নতি করছে। প্রস্তুতি ম্যাচে সে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সবই করেছে। তবে, পুরোপুরি ফিটনেস ফিরে পেতে তার আরো কিছুটা সময় লাগবে। আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়তো বাংলাদেশের বিপক্ষে তাকে মাঠে নামানো হবে। ’
অজি কোচ আরো বলেন, ‘প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার জন্য ক্লার্ক পুরোপুরি প্রস্তুত। তবে, তাকে নিয়ে আমরা কোনো ধরণের ঝুঁকি নিকে চাচ্ছি না। শতভাব ফিটনেস নিশ্চিত হলেই তাকে দ্বিতীয় ম্যাচের জন্য দলে রাখা হবে। ক্লার্ক দলের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। পুরোপুরি ফিট হয়েই মাঠে নামুক সেটাই আমাদের প্রত্যাশা। ’
বাংলাদেশ সময়: ১৫১২ ঘন্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫