ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হারের পথে জিম্বাবুয়ে

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
হারের পথে জিম্বাবুয়ে

ঢাকা: ভালো ইঙ্গিত দিলেও ব্যাটিং ক্রিজে প্রোটিয়া বোলারদের কাছে মাথা নত করে চলেছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ৪৭.১ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৭২ রান করেছে জিম্বাবুয়ে।

জিততে হলে ১৭ বলে তাদের প্রয়োজন ৬৮ রান।

চিভাভা, মাসাকাদজা বড় ইনিংস খেলে বিদায় নিলে ম্যাচের দায়িত্ব এসে পড়ে টেইলরের কাঁধে। কিন্তু ৪০ বলে ৪০ রান করে মরনে মরকেলের বলে ফিল্যান্ডারের তালুবন্দি হন টেইলর। শেন উইলিয়ামসনও দ্রুতই ফিরে যান। এরপর একে একে বিদায় নেন এলটন চিগুম্বুরা ও তিনাশে পানিয়াঙ্গারা।

নিজেদের দ্বিতীয় ইনিংসে দ. আফ্রিকার বিপক্ষে ৩৪০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বেশ ভালোই লড়াই চালিয়ে যাচ্ছিল জিম্বাবুয়ে। সিকান্দার রাজার বিদায়ের পর ১০৫ রানের জুটি গড়েন মাসাকাদজা এবং চিভাভা।

এর আগে দলের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন চামু চিভাভা আর সিকান্দার রাজা। হ্যামিলটনের সেডন পার্কে ভালোই শুরু করে এলটন চিগুম্বুরা বাহিনী। প্রথম ৫ ওভারেই তুলে নেয় দলীয় ৩২ রান। তবে, সপ্তম ওভারের দ্বিতীয় বলে ভারনন ফিল্যান্ডারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সিকান্দার রাজা (৫ রান)।

সঙ্গী চিভাভাকে হারিয়ে দলকে একাই টেনে নেওয়ার দায়িত্ব নেন মাসাকাদজা। কিন্তু ৮২ বলে ৬৪ রান করা চিভাভার সঙ্গে ১০৫ রানের জুটি গড়ার পর চিভাভা বিদায় নেন। ব্যক্তিগত ৬৪ রান করে ইমরান তাহিরের বলে ডুমিনির হাতে ধরা পড়েন চিভাভা।

এরপর ৭৪ বলে ৮০ রান করে ইমরান তাহিরের দ্বিতীয় শিকারে পরিণত হন মাসাকাদজা। আউট হওয়ার আগে ডানহাতি এ ব্যাটসম্যান ৮টি চার আর দুটি ছক্কা হাঁকান।

প্রথম ইনিংসে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮৩ রানের মাথায় টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়া দ. আফ্রিকা নির্ধারিত ৫০ ওভার শেষে চার উইকেট হারিয়ে করে ৩৩৯ রান। দলকে বড় সংগ্রহ এনে দিতে শতক হাঁকানো জেপি ডুমিনি আর ডেভিড মিলার পঞ্চম উইকেটে রেকর্ড ২৫৬ রানের জুটি গড়েন।

দলীয় ৮৩ রানের মাথায় ডি কক, আমলা, ডি ভিলিয়ার্স আর ফাফ ডু প্লেসিসকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘোরাতে চেষ্টা করেছিল জিম্বাবুয়ে। উল্টো সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন ‘চোকার’ খ্যাত দলটির নির্ভরতার নাম জেপি ডুমিনি আর ডেভিড মিলার।

২৫৬ রানের পার্টনারশিপ গড়ে দলকে চাপের মুখ থেকে বের করে আনেন ডুমিনি আর মিলার। ডুমিনি ১০০ বলে ১১৫ রানে আর ডুমিনি ৯২ বলে ১৩৮ রান করে অপরাজিত থাকেন। ডুমিনি তার ইনিংসটি সাজান ৯টি চার আর তিনটি ছয়ে। তবে, ডুমিনির থেকে আগ্রাসী ছিলেন মিলার। ৭টি চারের পাশাপাশি তিনি ৯টি ছক্কা হাঁকান।

পুল ‘বি’ এর প্রথম ম্যাচে মুখোমুখি হয় আফ্রিকা মহাদেশের দুই প্রতিবেশী দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

** প্রতিরোধের চেষ্টায় জিম্বাবুয়ে
** দারুণ খেলে ফিরলেন মাসাকাদজা
** ভালো জবাব দিচ্ছে জিম্বাবুয়ে
** প্রথম উইকেটের পতন জিম্বাবুয়ের
** ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে
** মিলার-ডুমিনির শতকে প্রোটিয়াদের ৩৩৯ রান
** বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছেন ডুমিনি-মিলার
** সাবধানে ব্যাট চালাচ্ছে প্রোটিয়ারা
** প্রোটিয়াদের টপ চার ব্যাটসম্যান সাজঘরে
** প্রোটিয়াদের তিন উইকেটের পতন
** শুরুর চাপে প্রোটিয়ারা, ফিরলেন আমলা
** ডি কককে ফেরালেন চাতারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।