ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয় বধের নায়ক স্টার্লিং

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
ক্যারিবীয় বধের নায়ক স্টার্লিং পল স্টার্লিং

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আয়ারল্যান্ডের জয়ে ম্যাচ সেরা নির্বাচন করতে বেগ পেতে হয়নি নির্বাচকদের।   ৯২ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন আইরিশ ওপেনার পল স্টার্লিং।



স্টার্লিং শুরু থেকেই ক্যারিবীয় বোলারদের শাসন করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।   তার  ৮৪ বলে ৯২ রানের ইনিংসটিতে ছিল নয় চার এবং তিন ছয়ের মার।

এই ম্যাচের আগে ক্যারিয়ারের ৫১ ম্যাচে  ৩৫.২২ গড়ে করেন ১,৭২৬ রান।   এই ডানহাতি ব্যাটসম্যানের ঝুলিতে সেঞ্চুরি আছে পাঁচটি এবং হাফ সেঞ্চুরি আছে ছয়টি।   ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল এই ওপেনারের।
 
বাংলাদেহস সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।