ঢাকা: বিশ্বকাপে সেঞ্চুরি মানেই বিশেষ কিছু। আর সেটা যদি হয় ম্যাচ বাঁচানো ইনিংস তাহলে তো কথাই নেই।
রোববার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে শ্রীলংকা। প্রতিপক্ষ খর্ব শক্তির আফগানিস্তান। সেই আফগানদের দেয়া ২৩৩ রানে জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতে বড়সড় ধাক্কাই খেতে হয় শ্রীলংকাকে। ৫১ রানে লংকান টপঅর্ডারের চার উইকেট তুলে নিয়ে ম্যাচের উপর পূর্ন নিয়ন্ত্রন নেয় আফগানরা। তবে মাহেলা জয়বর্ধনের অসাধারণ ব্যাটিংয়ে হাওয়া ঘুরে যায়। মাহেলা-ম্যাথুসের সাথে জুটি বেঁধে তুলে নেন ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরি। সেই সাথে জয়ের কাছাকাছি পৌঁছে গেছে শ্রীলংকা।
বিশ্বকাপে এটি মাহেলার চতুর্থ সেঞ্চুরি। লংকান ক্রিকেটারদের মধ্যে তিনিই এখন সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।
বিশ্বকাপে শচীন টেন্ডুলকারের সর্বোচ্চ ৬টি সেঞ্চুরি রয়েছে। আর রিকি পন্টিংয়ের বিশ্বকাপে সেঞ্চুরির সংখ্যা পাঁচটি। তারপরই রয়েছেন জয়বর্ধনে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
** চাপ সামাল দিচ্ছে জয়বর্ধনে-ম্যাথুস জুটি
** লংকান টপঅর্ডারে ধস
** লংকানদের চোখ রাঙাচ্ছে আফগানরা
** শুরুতেই হোঁচট খেল শ্রীলংকা
** শ্রীলংকার টার্গেট ২৩৩
** পাওয়ার-প্লে থামিয়ে দিল আফগানদের রানের চাকা
** মালিঙ্গার বলে বোল্ড নবী
** আসগর আউট, নবী ইন
** বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম হাফসেঞ্চুরিয়ান আসগর
** লংকানদের বিপক্ষে পজিটিভ আফগানিস্তান
** আফগান শিবিরে প্রথম আঘাত হানলেন ম্যাথুস
** মেডেন ওভারে শুরু মালিঙ্গার
** টস জিতে বোলিংয়ে শ্রীলংকা