ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

অলরাউন্ড নৈপুণ্যে নায়ক মঈন আলী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
অলরাউন্ড নৈপুণ্যে নায়ক মঈন আলী ছবি: সংগৃহীত

ঢাকা: কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে দলকে টিকিয়ে রাখার নায়ক হলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। স্কটল্যান্ডের বিপক্ষে দলের তৃতীয় ম্যাচে ১০৭ বলে ১২৮ রান এবং বল হাতে ৪৭ রানে দুই উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে তার হাতেই।



সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের লড়াইয়ে মূলত মইন আলীর সেঞ্চুরিতেই দুর্দান্ত সূচনা পায় টুর্নামেন্টে ধুঁকতে থাকা ইংল্যান্ড। ১২ চার এবং পাঁচ ছয়ে ১২৮ রানের ইনিংসটি সাজান মইন। বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে  স্কটিশ ব্যাটসম্যান কোয়ের্টজার এবং বেরিংটনের উইকেট তুলে নিয়ে ইংলিশদের প্রত্যাবর্তন সুগম করেন এই বাঁহাতি স্পিনার।

মঈন আলী এখন পর্যন্ত ২০টি ওয়ানডে খেলে ৬৯৮ রান করেছেন। সেঞ্চুরি করেছেন দু’টি। বল হাতে শিকার করেছেন ১৯টি উইকেট। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।