ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গেইলের ড‍াবল সেঞ্চুরি

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
গেইলের ড‍াবল সেঞ্চুরি ক্রিস গেইল

শুরুতে কিছুটা হিসেবি খেলে হয়তো শক্তিটা সঞ্চয় করে রেখেছিলন ক্রিস গেইল। ১০৫ বল খেলে সেঞ্চুরি করেছেন গেইল।

গেইল ভক্তদের বিশ্বাস ছিল- এটা আসল গেইল নয়! সত্যিই তাই, সেঞ্চুরির পরেই আসল গেইলের দেখা গেল।

দিনটা নিজের করে নিয়ে বিশ্বকাপের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন গেইল। বিশ্বকাপের ইতিহাসে এটা প্রথম রেকর্ডতো বটেই, তার ব্যক্তিগত খাতায়ও প্রথম ডাবল সেঞ্চুরি যোগ হলো।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ১৩৮ বলে ২০১ রান নিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। দ্বিশতক পূর্ণ করতে ১৬টি ছয় এবং ৯টা চারের মার মেরেছেন। শেষ শতক করতে মাত্র ৩৩ বল খেলেছেন তিনি।

১৯৯৬ বিশ্বকাপে আরব-আমিরাতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার গ্যারি কারেস্ট্রেন অপরাজিত ১৮৮ রান করে এতদিন এ রেকর্ডের মালিক ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।