ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

ভারত খেলছে চ্যাম্পিয়নের মত, হতাশ পাকিস্তান

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
ভারত খেলছে চ্যাম্পিয়নের মত, হতাশ পাকিস্তান ছবি : সংগৃহীত

ঢাকা: একাদশ বিশ্বকাপে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। নিজেদের প্রথম দুই ম্যাচে তারা চীর-প্রতিদ্বন্দী পাকিস্তান ও শক্তিশালী দক্ষিন আফ্রিকাকে।

অপরদিকে প্রতিবেশী দেশ পাকিস্তান তাদের প্রথম দুই ম্যাচে হেরে রয়েছে খাদের কিনারায়।

এদিকে দু’দলের এমন বিশ্বকাপ পারফরম্যান্স বিচার করতে গিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জহির আব্বাস শুধু ভারতের প্রসংশাই করে গেছেন। তিনি জানান, নীল জার্সি ধারী দেশটি তিন ডিপার্টমেন্টেই অসাধারণ খেলা প্রদর্শন করছে।

আব্বাস বলেন, ‘ভারত বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছে। তাদের ওপেনিং ব্যাটসম্যানরাই ৩০০ বেশী রান করছে আর ব্যাটিংয়ে কখনো ভেঙে পড়ছে না। এখন পর্যন্ত তারা যেভাবে  খেলছে তা চ্যাম্পিয়নদের মতই বলা যায়। ’

তবে অন্যদিকে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের পর ৬৭ বছরের আব্বাস আরো বলেন, ‘তারা হতাশা জনক খেলা উপহার দিচ্ছে। এমন পারফরম্যান্সে বিশ্বকাপ ভালো খেলা সম্ভব না। এ বিশ্বকাপের পর দলের কোচ ওয়াকার ইউনুসের দলকে নতুন ভাবে সাজাতে হবে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।