ঢাকা: বিশ্বকাপ ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করার পর আর কারো ম্যাচ সেরা হওয়ার সুযোগ থাকে? এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে ২১৫ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ক্রিস গেইল।
১৪৭ বলে ২১৫ রানের ইনিংস খেলার পথে ১০ চার এবং ১৬ টি ছক্কা মারেন ৩৫ বছর বয়সী গেইল। এই ইনিংস খেলার পথে ক্যারিবীয় জায়ান্ট ৯০০০ রানের মাইলফলকও স্পর্শ করেন।
এ পর্যন্ত ২৬১ ম্যাচে করেছেন নয় হাজার দুইশ ৩৬ রান। টরেন্টোতে ১৯৯৯ সালে ভারতের বিপক্ষে ক্রিস গেইলের ওয়ানডে অভিষেক হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘন্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫