ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

অবসরের ঘোষণাকে ভিত্তিহীন বললেন ইউনুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
অবসরের ঘোষণাকে ভিত্তিহীন বললেন ইউনুস ইউনুস খান

ঢাকা: সদ্যই ইউনুস খানের নামকরণে করা টুইটার অ্যাকাউন্ট থেকে ষোষণা আসে, তিনি বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন। তবে, পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন।

কিন্তু, ৩৭ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার এ ধরণের ঘোষণাকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

সংবাদ সংস্থা ‘এএফপি’কে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস বলেন, ‘টুইটারে আমার কোনো অ্যাকাউন্টই নেই। সামাজিক যোগাযোগ ‍মাধ্যমে কে বা কারা এই ঘোষণা দিয়েছে তা আমার জানা নেই। এটি আমার জন্য খুবই বিব্রান্তিকর। ওয়ানডে ক্রিকেট থেকে অবসর যাওয়ার কোনো সিদ্ধান্ত এখনো নিইনি। ’

এই ‍অভিজ্ঞ ব্যাটসম্যান আরও বলেন, ‘দলের হয়ে ভালো ক্রিকেট খেলার জন্য কঠোর অনুশীলন করছি। অবসরে যাওয়ার তো প্রশ্নই উঠে না। সম্পূর্ণ ভুয়া অ্যাকাউন্ট থেকে এ ধরণের বিতর্কিত ঘোষণা দেওয়া হয়েছে। ’

উল্লেখ্য, উক্ত টুইটার অ্যাকাউন্ট থেকে কয়েকটি টুইট করা হয়। ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ছাড়াও পুরো ক্যারিয়ার জুড়ে সমর্থন পাওয়ায় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের কথাও আসে টুইটের মাধ্যমে। তবে, দিন শেষে ইউনুস খানের সরাসরি হস্তক্ষেপে সবকিছুই গুজব বলে প্রমাণিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘন্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।