ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

শুরুতেই স্কটিশ শিবিরে আফগানদের আঘাত

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২২, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
শুরুতেই স্কটিশ শিবিরে আফগানদের আঘাত

ঢাকা: টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট খোয়ালো স্কটল্যান্ড। ব্যক্তিগত কোনো স্কোর না করতেই দৌলত জাদরানের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্কটিশ ব্যাটসম্যান ম্যাকলউড।

ব্যাট করতে নেমেছেন গার্ডিনার।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্কটিশদের সংগ্রহ ৪ ওভারে এক উইকেটে ১৮ রান। স্কটল্যান্ডের পক্ষে এখন পর্যন্ত দু’টি বাউন্ডারি হাঁকিয়েছেনে ওপেনিংয়ে নামা কোয়েটজার। তিনি অপরাজিত আছে ১২ রানে।

এর আগে টস জিতে স্কটিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক আফসার জাজাই। আর ইনিংসের শুরুতেই স্কটিশ ওপেনার ম্যাকলউডকে বিনা রানে সাজঘরে ফিরিয়ে অধিনায়কের সিদ্ধান্তের সঠিক জবাব দিয়েছেন জাদরান।

আফগানিস্তান একাদশ: আফসার জাজাই, জাভেদ আহমেদি, নওরোজ মঙ্গল, আসগর স্ত্যানিকযায়, সামিউল্লাহ শেনওয়ারি, গুলবাদিন নবী, নাজিবুল্লাহ জাদরান, দৌলত জাদরান, হামিদ হাসান, শাপুর জাদরান ও মোহাম্মদ নবী।

স্কটল্যান্ড একাদশ: ক্যালম ম্যাকলউড, কোয়েটজার, এইচজেডব্লিউ গার্ডিনার, ম্যাট মাচান, প্রেস্টন মমসেন, রিচি বেরিংটন, ম্যাথু ক্রস, জোস ডেভি, আরএম হক, অ্যালসডায়ার ইভান ও ইয়ান ওয়ার্ডল।

** ব্যাটিংয়ে দুই স্কটিশ ওপেনার
** টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের

বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।