ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একশ না পেরুতেই সাজঘরে পাঁচ স্কটিশ ব্যাটসম্যান

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
একশ না পেরুতেই সাজঘরে পাঁচ স্কটিশ ব্যাটসম্যান ছবি: সংগৃহীত

ঢাকা: দ্বিতীয় ওভারেই বিপর্যয়ের আভাস দিয়েছিলেন আফগান পেসার দৌলত জাদরান। তবে স্কটিশ ব্যাটসম্যান মমসেন (২৩) ও মাচানের (৩১) চর্তুথ উইকেট জুটির ৫৩ রান কিছুট প্রতিরোধ গড়ার চেষ্টা করে।



কিন্তু ২২ ও ২৩তম ওভারে এ দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরলে দলীয় একশ না পেরুতেই স্কটিশদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৯৫ রান। এর ফলে ব্যাটিং বিপর্যয় নয় রীতিমতো স্কটিশদের ব্যাটিং অর্ডারে ধস নামিয়েছেন আফগান বোলাররা।

পেসারদের সাফল্যের পর স্পিনাররাও নিয়মিত বিরতিতে তুলে নিচ্ছেন স্কটিশদের উইকেট।

দ্বিতীয় ওভারে সর্তীথ ম্যাকলউড ব্যাক ওয়ার্ডে ক্যাচ দিয়ে ফিরে গেলেও দুর্বল বলগুলো বাউন্ডারি পার করে দলীয় স্কোর সচল রেখেছিলেন ওপেনিংয়ে নামা স্কটিশ ব্যাটসম্যান কোয়েটজার।

তবে অন্যপ্রান্তে নামা তৃতীয় ব্যাটসম্যান গার্ডিনার এলবিডব্লিউ ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। দুই বল পরেই তার পথ ধরেন দলের রানের চাকা সচল রাখা কোয়েটজার।

দৌলত জাদরানের ইনসুইং বল অফস্টাম উপড়ে নিলে ব্যক্তিগত ২৫ রানে সাজঘরে ফেরেন কোয়েটজার। ৫ বাউন্ডারিতে এ রান করেন তিনি।

এর আগে টস জিতে স্কটিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক আফসার জাজাই। আর ইনিংসের শুরুতেই স্কটিশ ওপেনার ম্যাকলউডকে বিনা রানে সাজঘরে ফিরিয়ে অধিনায়কের সিদ্ধান্তের সঠিক জবাব দেন জাদরান।

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০১৫

** ব্যাটিং বিপর্যয়ে স্কটল্যান্ড
** শুরুতেই স্কটিশ শিবিরে আফগানদের আঘাত
** ব্যাটিংয়ে দুই স্কটিশ ওপেনার
** টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।