ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে আফগানরা

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৬, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে আফগানরা সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে প্রথম জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে আফগানিস্তান। জয়ের জন্য তাদের প্রয়োজন ২১১ রান।



বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ডানেডিনে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় স্কটল্যান্ড। এরপর দলীয় একশ‘ না পেরোতেই সাজঘরে ফেরেন পাঁচ ব্যাটসম্যান। তবে স্কটিশ ব্যাটসম্যান মমসেন (২৩) ও মাচানের (৩১) চর্তুথ উইকেট জুটি ৫৩ রান তোলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে।

দলীয় ১৪৪ রানে এ দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরলে স্কটিশদের স্কোর দেড়শ’ পেরোনো নিয়েও শঙ্কা দেখা দেয়।

এসময় দলের ত্রাতা হিসেবে হাজির হন দুই টেলেন্ডার। নবম ও দশম স্থানে নামা হক ও ইভানের ৬২ রানের জুটি স্কটিশদের সম্মানজনক স্কোরে পৌঁছায়, যা স্কটিশদের ইনিংসেরও সর্বোচ্চ জুটি। আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন হক। আর ইভান করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৮।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন শাপুর জাদরান। এছাড়া, তিনটি উইকেট নিয়েছেন দৌলত জাদরান।

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

** টেলেন্ডারদের নৈপুণ্যে স্কটিশদের দু’শ রানের পুঁজি
** দলীয় সংগ্রহ বাড়ানোর চেষ্টা স্কটিশ টেলেন্ডারদের
** কিপারের নৈপুণ্যে আফগানদের ষষ্ঠ আঘাত
** একশ না পেরুতেই সাজঘরে পাঁচ স্কটিশ ব্যাটসম্যান
** ব্যাটিং বিপর্যয়ে স্কটল্যান্ড
** শুরুতেই স্কটিশ শিবিরে আফগানদের আঘাত
** ব্যাটিংয়ে দুই স্কটিশ ওপেনার
** টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।