ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

নাস্তানাবুদ সাকিব-মাশরাফি-তাসকিন-রিয়াদরা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
নাস্তানাবুদ সাকিব-মাশরাফি-তাসকিন-রিয়াদরা

ঢাকা: নাস্তানাবুদ সাকিব, মাশরাফি, তাসকিন, রিয়াদরা। উইকেট তো পানইনি বরং উল্টো হয়েছেন তুলোধুনো।

একে তো মিসের মহড়া, অন্যদিকে ব্যাটিং সহায়ক উইকেটে আগে বোলিং করা। সব মিলিয়ে বাংলাদেশের টপ বোলাররা এদিন জ্বলে ওঠার এক মূহূর্তও সময় পাননি পুরো ইনিংসে।

পাক্কা ১০ ওভার বল করে প্রায় ৮ গড়ে ৮২ রান দিয়েছেন তাসকিন আহমেদ। তার বোলিংয়ে শুধুই চারের বন্যা। শুধু তাই নয় উইকেট শূন্য তিনি। ইনিংসের সবচেয়ে খরুচে বোলারও হয়েছেন এই তরুণ পেসার।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ১০ ওভারে ৫৫ রান দিয়ে কোনো উইকেটই পাননি। ইকোনমি ৫ দশমিক ৫০। আর অধিনায়ক মাশরাফি ১০ ওভারে দিয়েছেন ৫৩ রান। তিনিও উইকেট শূন্য। মাহমুদুল্লাহ রিয়াদ ৭ ওভারে ৪৯ রান। তারও নেই কোনো উইকেট।

এছাড়া রুবেল ১০ ওভারে ৮২ রানে ১টি উইকেট নিয়েছেন। নয় তো কোনো উইকেটের পতনই হতো না প্রতিপক্ষ শ্রীলংকার! আর সাব্বির ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে পাননি কোনো উইকেট।

এতে সব মিলিয়ে নাস্তানাবুদ বোলাররা। সেই সঙ্গে ক্যাচ মিসের মহড়া আর বাজে ফিল্ডিংয়ের উদাহরণ। এতে টাইগারদের সামনে জয়ের জন্য টার্গেট ৩৩২ রান।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।