ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির জন্য দুঃখগাথা॥ অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
মাশরাফির জন্য দুঃখগাথা॥ অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে ছবি: সংগৃহীত

প্রশ্নকর্তার নাম ব্রায়ান চার্লস লারা। আর যাকে প্রশ্ন করলেন, তার নাম ড্যামিয়েন ফ্লেমিং।

একজন ফক্স স্পোর্টসের স্টুডিওতে। অন্যজন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। যাকে প্রশ্ন করা হলো তার উত্তর শুনে ব্রায়ান লারা যা বললেন, তা যদি বাংলাদেশ দলের কোচ শুনতেন, তাহলে হাথুরুসিংহে তার দলকে ‘প্র্যাকটিস’ নামক শব্দ থেকে আর দূরে রাখার বিলাসিতা দেখাবেন না। অন্তত বিশ্বকাপ চলাকালীন।

ড্যামিয়েনকে লারার প্রশ্ন ছিল,‘ শ্রীলংকা ৩৩২ রান  করলো মাত্র ১ উইকেট হারিয়ে, তাহলে উইকেটে কি প্রচুর রান আছে বলা যায়?’ অস্ট্রেলিয়ার এই সাবেক ক্রিকেটার যিনি ভিক্টোরিয়ার হয়ে, প্রচুর ম্যাচ খেলেছেন এমসিজিতে, তার জবাব ছিল, ‘রান উইকেটে আছে। কিন্তু বাংলাদেশ তো  রান দিয়ে দিল শ্রীলংকানদের। ওভাবে ক্যাচ ড্রপ করলে, স্ট্যাম্পিং আর রান আউটের চান্স মিস করলে একটার বেশি উইকেট পড়বে কিভাবে!’

ফ্লেমিঙের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বাকিটুকু বললেন লারা নিজেই। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক যা বললেন, তা শুনে মনে হলো, একে মাশরাফির জন্য দুঃখগাথা  ছাড়া আর কিছু বলা চলে না!

‘মাশরাফি যেভাবে শুরু করেছিলেন তাতে শ্রীলংকানদের স্কোরকার্ডের চেহারা অন্য রকম হতে পারতো। কিন্তু হলো না বাংলাদেশ দলের ফিল্ডারদের জন্য। ওর প্রথম ওভারে ক্যাচ ড্রপ! তারপরও খুব ভাল বল করেছিল। ৬ ওভারে দিয়েছিলেন মাত্র ২০ রান। কিন্তু ফিল্ডারদের কাছ থেকে সহায়তা না পেলে বিশ্বের কোন বোলারের পক্ষে ভাল করা সম্ভব নয়। ’

শ্রীলংকান ব্যাটসম্যানদের রান করার সুযোগ যখন দিলেন বাংলাদেশ ফিল্ডাররা, তখন মাশরাফির দুর্দান্ত বোলিং ফিগারের চেহারা পাল্টে যেতে বেশি সময় লাগেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ অধিনায়কের বোলিং ফিগারটা দাঁড়ালো : ১০-০৫৩-০! অথচ তিনি যে বোলিং করেছিলেন তাতে তার নামের পাশে একাধিক উইকেট থাকতে পারতো। কিন্তু থাকলো না। সৌজন্যে বিজয় এবং অন্যরা!

মাশরাফির এই উইকেটশূন্য থাকার জন্য ক্যারিবীয়ান প্রিন্স যা বললেন প্রায় একই কথা শ্রীলংকার সাবেক কোচ টম মুডির মুখে। বিশ্বকাপ জয়ী সাবেক এই অস্ট্রেলিয়ান অল রাউন্ডার কোন রাখঢাক না রেখে সরাসরি বলে দিলেন; ‘খুব বাজে ফিল্ডিং করেছে বাংলাদেশ। বিশ্বকাপের মতো জায়গায় এতো বাজে ফিল্ডিং করলে  প্রতিপক্ষ বড় স্কোর করবেই। শ্রীলংকাও তাই করলো। বোলারদের ব্যাক আপ দেবে ফিল্ডাররা। কিন্তু সেই ব্যাক আপ কি পেলেন  মাশরাফি-রুবেল হোসেনরা?’ প্রশ্ন মুডির।

উত্তরটা কি, সেটাও তার জানা। তাই বলার প্রয়োজন পড়লো না। তারপরও অস্ট্রেলিয়ার এই সাবেক অল রাউন্ডার প্রশংসা করলেন মাশরাফির। ‘প্রথম পাঁচটা ওভার দুর্দান্ত বল করেছে মাশরাফি। কিন্তু দুর্ভাগ্য ওর, উইকেট পেলো না!’

কিন্তু টম মুডির  সাবেক এক টিমমেট ঐ সব ভাগ্যটাগ্যকে টেনে আনতে রাজি হলেন না। ডিন জোন্স সরাসরি বললেন, ‘মাশরাফি উইকেট পাবে কিভাবে! ওর দলের ফিল্ডারদের অবস্থা দেখেন! ভাল ফিল্ডিং ছাড়া ওয়ানডে ক্রিকেটে জেতা যায় না। জেতার কথা না হয় ছেড়েই দিলাম। ক্রিকেটে যে জায়গাটায় উন্নতি করা যায় খুব দ্রুত এবং সহজে সেখানেই দেখলাম পিছিয়ে বাংলাদেশ! মনে হতে পারে আজ হয়তো একটা দিন খারাপ গেছে। আমার তা মনে হয় না। আমি কিছু দিন বাংলাদেশে ছিলাম। চিটাগং কিংসের হয়ে কাজ করেছি। দেখেছি ক্রিকেটাররা বাড়তি পরিশ্রম করতে খুব একটা আগ্রহী নয়। অথচ দেখো, ৩৭-৩৮ বছরেও কি খেলছে সাঙ্গাকারা, মাহেলারা! মাশরাফির জন্য আমরাও দুঃখ হচ্ছে। ভাল বল করেও উইকেট পেলো না! ও যদি প্রথম উইকেটটা পেয়ে যেতো ম্যাচের চেহারাটাও অন্য রকম হতে পারতো। হলো না। কারণ, এতো খারাপ ফিল্ডিং করে ম্যাচের রং পাল্টে দেয়া যায় না। ’

কথাগুলো শেষ হওয়ার আগেই ডিন জোন্স ছোট খাটো এক ভদ্রলোককে দেখিয়ে বললেন, ‘ঐ যে লোকটা,  সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকায় থাকবেন। কিন্তু তিনিও রান  না করে শুধু মাত্র ফিল্ডিং করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। সেটা কি এমনি এমনি হয়েছেন? না। জীবনে  কতো ক্যাচ প্র্যাকটিস করেছেন জিজ্ঞেস করেন!’

জিজ্ঞাসা করার সুযোগ হলো না। কিন্তু ডিন জোন্সের কথা শুনে অথবা অভ্যাসবশত: হাতের আপেলটা উপর দিকে ছুঁড়ে ক্যাচ নিয়েই কমেন্ট্রি বক্সের দিকে পা বাড়ালেন ছোট খাটো ভদ্রলোকটি।

শারজায় পাকিস্তানের বিপক্ষে শুধু গোটা কয়েক ক্যাচ নিয়েই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন সুনীল গাভাস্কার।

আর মেলবোর্নে বাংলাদেশ দলের ফিল্ডারা টপাটপ ক্যাচ ফেলে আলোচনায় চলে আসলেন! লারা থেকে ড্যামিয়েন, টম মুডি থেকে ডিন জোন্স। এদের সঙ্গে যোগ দিলেন এক ইংলিশ ক্রিকেটারও।

বিবিসি’র  হয়ে কাজ করছেন সাবেক অফ স্পিনার গ্রায়েম সোয়ান। তিনিও বললেন, ‘এতো ভাল বল করছিলেন মাশরাফি! অথচ ফিল্ডরাদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পেলেন না! পেলেন না উইকেটও। নিজে বোলার ছিলাম। জানি ভাল বল করে উইকেট না পাওয়ার কষ্টটা কতো বেশি। ’

মাশরাফির দুঃখ-কষ্ট কয়েকজন সাবেক মহাতারকা, তারকারা বুঝলেন কিংবা উপলব্ধি করতে পারলেন। কিন্তু তার টিমমেটরা?  যদি কিছু বুঝে থাকেন তাহলে পরের ম্যাচে হয়তো ‘বাজে ফিল্ডিং সাইড’র তকমাটা  গা থেকে নামিয়ে ফেলতে সব কিছুই করবেন এনামুল বিজয়, মোমিনুল সৌরভ, তাসকিন আহমেদরা। না হলে শ্রীলংকা যেমন ১ উইকেট হারিয়ে ৩৩২ করলো, বাকিরা আরো বড় স্কোর করার কথাই ভাববে বাংলাদেশের বিপক্ষে। আর তাহলে বাড়বে অধিনায়ক মাশরাফির দুঃখ। বোলার মাশরাফির কষ্ট।

বাংলাদেশ সময় ০৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

** ব্রিলিয়ান্ট! সুপার! গ্রেট! অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** বাংলাদেশের ব্র্যান্ড সাকিব!|| অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** মিরপুর টেক্কা দিচ্ছে মেলবোর্নকে ॥ অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** অস্ট্রেলীয় ক্রিকেট সংস্কৃতি নিয়ে বাকযুদ্ধ ॥ অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** নীল-হলুদ নাকি লাল-সবুজের ঢেউ ॥ অঘোর মন্ডল, মেলবোর্ন থেকে
** চোক’ কি ক্রিকেটীয় জোক?। । অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** ব্রিসবেনে আক্ষেপের উল্টোপিঠে স্বস্তিও॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** সাকিব-ই সেরা মানতে অসুবিধা কোথায়!॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** ব্রিসবেনে আক্ষেপের উল্টোপিঠে স্বস্তিও॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** বৃষ্টিবিলম্বিত ক্লার্কের ফেরা! না থেকেও আছেন আশরাফুল॥ ব্রিসবেন থেকে অঘোর মন্ডল
** শঙ্কার চোরা স্রোত ব্রিসবেনে॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে
** ম্যাচের নায়করা ছিলেন বাইশ গজের বাইরে। । অঘোর মন্ডল, ক্যানবেরা থেকে
** ‘সি’ ফর ক্রিকেট নাকি সাইক্লোন!॥ অঘোর মন্ডল, ব্রিসবেন থেকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।