ঢাকা: নুয়ান কুলাসেকারার বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফিরলেন স্কটল্যান্ডের ওপেনার কালাম ম্যাকলিওড। ক্রিজে নেমেছেন প্রেস্টন মমসেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আট ওভার শেষে স্কটিশদের সংগ্রহ দুই উইকেটে ২৯ রান। ম্যাট মাচান ১৩ ও মমসেন তিন রানে ক্রিজে রয়েছেন।
রানের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে নামে স্কটল্যান্ড। স্কটিশদের হয়ে ব্যাটিং উদ্বোধনের দায়িত্ব নিয়ে ক্রিজে আসেন কাইল কোয়েটজার এবং ম্যাকলউড। ইনিংসের দ্বিতীয় বলেই লাসিথ মালিঙ্গা নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে কোয়েতজারকে শুন্য হাতেই ফিরিয়ে দেন।
এর আগে শ্রীলংকার ওপেনার তিলেকারত্নে দিলশান আর বিস্ময় ক্রিকেটার কুমার সাঙ্গাকারার ব্যাটে ভর করে লংকানরা স্কটল্যান্ডের বিপক্ষে ৩৬৩ রান সংগ্রহ করে। এটি স্কটিশদের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে যেকোনো দলের সর্বোচ্চ দলীয় স্কোর। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে স্কটিশদের সামনে ৩৬৪ রানের টার্গেট দেয় লংকান বাহিনী।
এ ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ২২তম শতক তুলে বিদায় নেন লংকান ওপেনার দিলশান। ৯৭ বল খেলে তিনি তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছান। তবে, ইনিংসের ৩৫তম ওভারে ১০৪ রান করে আউট হন দিলশান। ডেভির বলে ম্যাকলউডের তালুবন্দি হয়ে আউট হওয়ার আগে দিলশান ৯৯ বলে ১০টি চার আর একটি ছক্কা হাঁকান।
টানা চার ম্যাচে শতক পূর্ণ করা বিরল ক্রিকেটার কুমার সাঙ্গাকারার সঙ্গে দিলশান এ ম্যাচে ২৮.৫ ওভার থেকে ১৯৫ রানের জুটি গড়েন।
স্কটিশ বোলারদের উপর দিয়ে ঝড় তুলে ৯৫ বলে ১২৪ রান করে আউট হন কুমার সাঙ্গাকারা। ডেভির বলে উইকেটের পিছনে ধরা পড়ার আগে সাঙ্গাকারা ১৩টি চারের পাশাপাশি ৪টি ছক্কা হাঁকান। এর আগে ৮৬ বলে সাঙ্গা তার ওয়ানডে ক্যারিয়ারের ২৫তম শতক পূর্ণ করেন।
দলীয় ২১৬ রানে সেঞ্চুরিয়ান দিলশান ফিরে যাওয়ার পর আরেক সেঞ্চুরিয়ান ও চলতি আসরে টানা চারটি শতক হাঁকানো কুমার সাঙ্গাকারা বিদায় নেওয়ার আগে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে টানা চার ম্যাচে শতক হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েন।
টপঅর্ডারের চার ব্যাটসম্যান ফিরে গেলে ব্যাটিং ক্রিজে এসে মাত্র ১৩ বলে দুটি করে চার ও ছয়ে ২৪ রান করে বিদায় নেন কুশল পেরেরা। আর চলতি বিশ্বকাপের আসরে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক হাঁকান লংকান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজ। তিনি ২১ বলে ৫১ রান করে বাউন্ডারি সীমানায় ধরা পড়েন।
তবে, আউট হওয়ার আগে ম্যাথুজ একটি চারের পাশাপাশি ছয়টি ছক্কা হাঁকান। আর শেষ ১৮ বলে ২৭ রানের জুটি গড়েন অপরাজিত থাকা দুসমান্থা চামিরা এবং নুয়ান কুলাসেকারা।
স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন জস ডেভি। চলতি বিশ্বকাপের আসরে ৫ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৪টি উইকেটও এ স্কটিশ বোলারের দখলে। এছাড়া দুটি করে উইকেট নেন ইভান্স ও বেরিংটন।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ১১ মার্চ ২০১৫
** ব্যাটিংয়ে নেমেই উইকেট খোয়ালো স্কটিশরা
** স্কটিশদের ৩৬৪ রানের টার্গেট দিল লংকানরা
** লংকানদের নবম উইকেটের পতন
** বড় সংগ্রহের দিকে লংকানরা
** দুই সেঞ্চুরিয়ানের বিদায়
** সাঙ্গাকারা, দিলশানের আবারো শতক
** দিলশানের পর সাঙ্গাকারার অর্ধশতক
** দিলশানের অর্ধশতকে এগুচ্ছে লংকানরা
** পাওয়ার প্লে’তে লংকানদের ৪৬/১
** লংকানদের প্রথম উইকেটের পতন
** ব্যাটিংয়ে নেমেছেন লংকান ওপেনাররা
** টস জিতে ব্যাটিং নিয়েছে লংকানরা