ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

এই বিশ্বকাপে আমরাই সেরা: ডি ভিলিয়ার্স

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, মার্চ ১১, ২০১৫
এই বিশ্বকাপে আমরাই সেরা: ডি ভিলিয়ার্স

ঢাকা: চার দিন আগেই বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় হারের মুখ দেখেছে দক্ষিন আফ্রিকা। তবে পাকিস্তানের বিপক্ষে ২৯ রানে হারের পরও প্রোটিয়া ‍অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স জানিয়েছেন এবারের বিশ্বকাপে তারাই সেরা।



ডি ভিলিয়ার্স জানান, দলের সবাই সেরা পার্ফরমার। আর এবারের আসরে চ্যাম্পিয়ন হবার মত যোগ্যতা আছে তার দলের।

ডি ভিলিয়ার্স বলেন, ‘ আমি শতভাগ বিশ্বাস করি এবারের আসরে আমরাই সেরা। দলের দুটি হার আমাদের কষ্ট দিয়েছে তবে আমরা এসব ব্যাপারকে পেছনে ফেলে এসেছি। আমরা দুটি ম্যাচেই জয়ের কাছাকাছি থেকে হেরেছি। ’

তিনি আরো বলেন, ‘তবে বিশ্বকাপ জিততে গ্রুপ পর্বের পর মাত্র তিনটি ম্যাচ জিততে হবে। আর আগামীকালের ম্যাচটিও (আমিরাতের বিপক্ষে) আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা সবকিছুকে ইতিবাচক ভাবে নিতে চাই। ’

দ.আফ্রিকা একাদশ বিশ্বকাপে এখন পর্যন্ত আগে ব্যাটিং করে সবকটি(৩টি) ম্যাচে জিতেছে। আর তিন ম্যাচের দুটিতেই করেছে ৪০০’র উপরে রান। একটিতে করেছে ৩০০’র বেশী। তবে পরে ব্যাট করে দ‍ুটি ম্যাচেই হেরেছে প্রোটিয়ারা।

এ ব্যাপারে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক বলেন, ‘ আসলে এটা কোন ইস্যু না। আমি বিশ্বাস করি আমরা রান তাড়া করে জিততে পারবো। এটার জন্য বিশেষ কোন কৌশলের দরকার হয় না। আমরা এর আগেও প্রচুর রান তাড়া করে ম্যাচ জিতেছি। ’

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।