ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে এসে অসাধারণ এক ডাবল সেঞ্চুরি হাঁকালেন সিলেটের ক্রিকেটার রাজিন সালেহ। প্রথম শ্রেনীর ক্রিকেটে রাজিনের এটি প্রথম ডাবল সেঞ্চুরি।
এর আগে চলতি লিগেই রাজশাহীর বিপক্ষে সর্বোচ্চ ১৮১ রানের ইনিংস খেলেছিলেন এই ডান-হাতি ব্যাটসম্যান।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনে রাজিন সালেহর ডাবল সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৮৬ রান করার পর প্রথম ইনিংস ঘোষণা করে সিলেট বিভাগ।
নাসুম আহমেদ চারটি, কামরুল ইসলাম ও সোহাগ গাজী দুটি করে উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শাহরিয়ার নাফিস (৭১) ও শাহিন হোসেনের (৫৫) অর্ধশতকে দিন শেষ দুই উইকেটে ১৬৬ রান তুলেছে বরিশাল বিভাগ।
রাহাতুল ফেরদৌস ও অলক কাপালি একটি করে উইকেট নিয়েছেন।
প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে অলআউট হয়েছিল বরিশাল বিভাগ। ফলে সিলেটের চেয়ে এখনো ১৫৩ রানে পিছিয়ে বরিশাল বিভাগ।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫