ঢাকা: দলীয় শৃংখলা ভঙ্গের কারনে বিশ্বকাপ শেষ না হতেই দেশে ফিরতে হলো স্কটল্যান্ড বোলার মাজিদ হককে। বুধবার তাকে দেশে ফিরিয়ে নেয় ক্রিকেট স্কটল্যান্ড।
৩৪ বছর বয়সী মাজিদ হক স্কটল্যান্ড দলের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার। এছাড়া স্কটিশদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এই ডানহাতি অফস্পিনার।
মাজিদকে ফিরিয়ে দেশে ফিরিয়ে নেয়া হলেও তার কারণ ব্যাখ্যা করেনি ক্রিকেট স্কটল্যান্ড।
তবে ধারণা করা হচ্ছে স্কটল্যান্ড দলের ভেতরের খবর নিয়ে একটি টুইট বার্তা দেওয়ায় এই শাস্তি দেয়া হয়েছে তাকে। টুইটবার্তায় হক লিখেন, ‘সংখ্যা লঘুদের উপর সবসময় অবিচার করা হয়। ’
বুধবার হোবার্টে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে একাদশে রাখা হয়নি হককে। ম্যাচ শেষ টুইট বার্তাটি দেন স্কটল্যান্ডের এই অভিজ্ঞ ক্রিকেটার।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ১১ মার্চ ২০১৫