ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিকে নিয়ে ছড়াচ্ছে ভিত্তিহীন খবর!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
মাশরাফিকে নিয়ে ছড়াচ্ছে ভিত্তিহীন খবর! মাশরাফি বিন মতুর্জা

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার (১৩ মার্চ) নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচে টাইগার দলপতি মাশরাফির অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে বলে একটি খবর ছড়িয়েছে।

তবে এখবরের বিপরীতে যথেষ্ট তথ্য ও যু্ক্তি উপস্থাপন করা হয়নি।  

বলা হচ্ছে, ফিটনেসজনিত সমস্যার পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে স্লো-ওভার রেটের কারণে কিউইদের বিপক্ষে মাশরাফিকে মাঠে নাও দেখা যেতে পারে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবরটি দিয়েছে।

তবে আইসিসি’র নিয়ম অনুযায়ী একটি ম্যাচে নয়, দুটি ম্যাচে স্লো-ওভার রেট হলে অধিনায়ককে পরের ম্যাচে নিষিদ্ধ করার সম্ভাবনা থাকে। আর একটি ম্যাচে এমন হলে জরিমানার বিধান রয়েছে যা এরই মধ্যে মাশরাফিসহ দলের খেলোয়াড়দের বিরুদ্ধে ঘোষণা করা হয়ে গেছে।

মাশরাফির খেলতে নামতে না পারার ওই খবরে আইসিসি’র তরফে কোনো বক্তব্যও উপস্থাপন করা হয়নি।

এদিকে, মাশরাফির ফিটনেসের বিষয়ে যে কথা বলা হচ্ছে, তা স্রেফ বৃহস্পতিবারে তার প্রশিক্ষণে অংশ না নেওয়ার জের ধরে। সংবাদমাধ্যমটি দলের শ্রীলঙ্কান কোচ চন্দিকা হাতুড়াসিংকে উদ্ধৃত করে বলেছে, মাশরাফির গলায় ঠাণ্ডাজনিত সমস্যার কারণেই তাকে প্র্যাকটিস থেকে বাইরে রাখা হয়েছে। এতে দলের কোচ কোথাও বলেননি মাশরাফি খেলতে নামছেন না।

মাশরাফি যে ‘কাফ’ ইনজুরিতে ভুগছেন তা নিয়েও আপাতত সমস্যা রয়েছে বলে কোচের বক্তব্যে উঠে আসেনি। ওটুকু সমস্যা নিয়েই স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে মাঠ নামেন বাংলাদেশ দলের অধিনায়ক।

ধারণা করা যায় এসব প্রচারণাও উপেক্ষা করে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দলকে নেতৃত্ব দিতে মাশরাফি বিন মতুর্জাকে মাঠেই দেখা যাবে।

উল্লেখ্য, ইংলিশদের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ে দুই ওভার কম করায় ইতোমধ্যে মাশরাফির ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর দলের অন্য খেলোয়াড়দের এ জরিমানার হার ২০ শতাংশ করে।

দুই ম্যাচ স্লো-ওভার রেট হলে বা বড় ধরনের কোনোও অপরাধ করলেই কেবল দলনেতার ম্যাচ নিষিদ্ধ হওয়ার নিয়ম রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।