ঢাকা: রেকর্ড গড়াটা যেন অভ্যাসে পরিণত করেছেন এবি ডি ভিলিয়ার্স। ওয়েলিংটনে আজ (বৃহস্পতিবার) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আরেকটি নজির স্থাপন করলেন প্রোটিয়া অধিনায়ক।
এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত গ্রুপ পর্বের ছয় ম্যাচে ব্যাট করে ২০ বার বল পাঠিয়েছেন বাউন্ডারির ওপর দিয়ে। এর আগে ২০০৭ বিশ্বকাপে দশ ম্যাচে ১৮টি ছয় মেরে শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনিং ব্যাটসম্যান ম্যাথিউ হেইডেন।
অবশ্য, ডি ভিলিয়ার্সের আগেই হেইডেনের রেকর্ডে ভাগ বসান ক্রিস গেইল। গ্রুপ পর্বের পাঁচ ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৮টি ছক্কা হাঁকান এই ব্যাটিং দানব।
আমিরাতের বিপক্ষে ব্যাটিংয়ে নামার আগে এই আসরে ডি ভিলিয়ার্সের দখলে ছিল ১৬টি ছয়। তার সঙ্গে যোগ করেন আরো চারটি। রেকর্ড গড়লেও এই ডানহাতি ব্যাটসম্যানের কপালে দুর্ভাগ্যও জুটেছে। সেঞ্চুরি থেকে মাত্র এক রান দুরে থাকতে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘন্টা, মার্চ ১২, ২০১৫