ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা ডি ভিলিয়ার্স

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা ডি ভিলিয়ার্স এবি ডি ভিলিয়ার্স

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ১৪৬ রানে জয়ে অসাধারণ ভূমিকা রাখেন প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এদিন ব্যাটসম্যান ভিলিয়ার্স রানের পাশাপাশি বোলিংও করেছেন দারুণ।



মাত্র এক রানের জন্য শতক বঞ্চিত হন ডান হাতি এ ব্যাটসম্যান। তবে বোলিং করে তুলে নিয়েছেন দুটি মুল্যবান উইকেট। আর তাই ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারটিও ওঠেছে তার হাতে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৭টায় বিশ্বকাপের ৩৬তম ম্যাচে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে মাঠে নামে পুল বি’র এ দুই দল। টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আমিরাত। ব্যাটিংয়ে নেমে প্রোটিয়ারা দ্রুত টপঅর্ডারের উইকেট হারালে হাল ধরেন ডি ভিলিয়ার্স। তুলে নেন ক্যারিয়ারের ৪৫তম হাফ সেঞ্চুরি। তবে ৮২ বলে ছয়টি চার ও চারটি ছক্কার মারের পর ৯৯ রান করে কামরান শাহজাদের বলে আউট হন।

তবে পার্টটাইম বোলিং করা ডি ভিলিয়ার্স তিন ওভার বোলিং করে মাত্র ১৫ রানের বিনিময়ে আমিরাতের দুটি মূল্যবান উইকেট তুলে নেন।

এদিন প্রোটিয়া অধিনায়ক যেকোনো বিশ্বকাপে সর্বোচ্চ ২০টি ছক্কা মারার রেকর্ড গড়েন। পাশাপাশি এই আসরে ৪১৭ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।